পোষা প্রাণী ও জীবজন্তু

২০২৪ ইনফোগ্রাফিকঃ বাংলাদেশে গবাদিপশুর মার্কেট

একরাশ খুশি, উৎসাহ আর উদ্দীপনা নিয়ে আসছে পবিত্র ঈদ উল আযহা। আর ঈদ উল আযহা মানেই ত্যাগ, তিতিক্ষা, কোরবানি। বর্তমানে কোরবানির পশু হাটে গিয়ে কিনতে পোহাতে হয় নানান ঝামেলা, তার সাথে এই বছরে তাপদাহময় উষ্ণ আবহাওয়া তো রয়েছেই। এত ঝামেলা না করে যদি ঘরে বসেই কোরবানির পশু পছন্দ অনুযায়ী ক্রয় এবং বিক্রয় করা যায় তাহলে কতই না ভালো হয়। তাইতো গ্রাহকদের কথা মাথায় রেখে বিগত কয়েক বছরের মতো এই বছরেও ক্লাসিফাইড প্ল্যাটফর্ম থেকে কোরবানির পশু ক্রয় বিক্রয় করা হচ্ছে। প্রতিবছরের মত এ বছরেও আপনাদের আস্থা ও বিশ্বস্ততার জায়গা থেকে Bikroy নিয়ে এসেছে তার ফ্ল্যাগশিপ ক্যাম্পেইন ‘বিরাট হাট’ যা কিনা বাংলাদেশের ডিজিটাল গরুর হাট আয়োজনের পথিকৃৎ। যেখান থেকে আপনি স্বাচ্ছন্দের সাথে ক্রয় এবং বিক্রয় করতে পারেন আপনার একান্ত চাহিদা অনুযায়ী কাঙ্খিত পশুটি। চলুন আর দেরি না করে জেনে নেই ২০২৪-এ Bikroy এর ব্যবহৃত তথ্যের উপর ভিত্তি করে এ বছর বাংলাদেশের কোরবানির পশু হাটের খবরাখবর।

কোন শহরগুলো থেকে বাংলাদেশে সবচেয়ে বেশি গবাদি পশু বিক্রির বিজ্ঞাপন পোস্ট করা হয়?

যেসব শহর থেকে সবচেয়ে বেশি গবাদি পশুর বিজ্ঞাপন পোস্ট করা হয়

বাংলাদেশের বিভিন্ন শহর থেকে গবাদি পশু বিক্রির বিজ্ঞাপন পোস্ট করা হয়ে থাকে। অন্য জেলাগুলোর তুলনায় ঢাকা, রাজশাহী, সিলেট, খুলনা এবং চট্টগ্রাম থেকে সবচেয়ে বেশি বিজ্ঞাপন পোস্ট করা হয়ে থাকে। গত বছরের মত এ বছরেও ঢাকা থেকেই ৩৬% গরু এবং ছাগলের বিজ্ঞাপন দেয়া হয়েছে গবাদি পশুর লিস্টিং সেকশনে। যেহেতু ঢাকাতে সর্বাধিক পশু ক্রয় হয়ে থাকে এবং খামারিরা আশানুরূপ দাম পেয়ে থাকে তাই ঢাকাতে পশু বিক্রির জন্য বিক্রেতারা বেশি আগ্রহী হয়ে থাকে। এজন্য বিজ্ঞাপনের হারও অন্যান্য জেলা থেকে ঢাকায় বেশি হয়। 

১৬% বিজ্ঞাপন নিয়ে খুলনা দ্বিতীয় স্থান এবং ১৩% বিজ্ঞাপন নিয়ে চট্টগ্রাম তৃতীয় স্থান দখল করে আছে গতবারের মতোই। এছাড়া এ পর্যন্ত সিলেট থেকে ১২%, এবং রাজশাহী থেকে ১১% বিজ্ঞাপন দেওয়া হয়েছে। অন্যদিকে বরিশাল, রংপুর, এবং ময়মনসিংহ যথাক্রমে ৪%, ৪% ও ৩% বিজ্ঞাপন পোস্ট করেছে। প্রতিবছরের মতো এ বছরেও বিজ্ঞাপন পোস্টের ধারাবাহিকতা বজায় রয়েছে যা সত্যি চমৎকার একটি দিক।

গবাদি পশু কেনার পেছনে ব্যয় কেমন?

গবাদি পশু কেনার পেছনে ব্যয়

Bikroy-এ ২০২৪ সালে যে সকল গবাদি পশুর বিজ্ঞাপন পোস্ট করা হয়েছে তার ৫৯% পশুর দাম ৫০ হাজার থেকে ২.৫ লক্ষ টাকার মধ্যে। এবছর ২৯% পশুর দাম রয়েছে ৫০ হাজার টাকার নিচে যার সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রয়েছে এবং তুলনামূলক ছোট পশুর চাহিদা বেশি থাকায় বিক্রির বিজ্ঞাপনও বেশি। ২.৫ লক্ষ থেকে ১০ লক্ষ টাকার মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির পশুর বিজ্ঞাপন রয়েছে ১০% এবং মাত্র ১% পশুর বিজ্ঞাপন লিস্টেড হয়েছে এইবারও যার মূল্য ১০ লক্ষ টাকার উপরে।

গবাদি পশু বিক্রির বিজ্ঞাপন এবং বিক্রির হার

গবাদি পশুর বিজ্ঞাপন এবং বিক্রির হার নিয়ে পরিসংখ্যান

ক্রেতা এবং বিক্রেতার আস্থা ও ভরসা ধরে রাখতে সক্ষম হওয়ায় Bikroy-এ কোরবানির পশু বিক্রির বিজ্ঞাপন প্রতিবছর বাড়ছে। ২০২১ সালে ৮,১৪৭ টি বিজ্ঞাপন পোস্ট থেকে বিক্রি হয়েছে ১,৩২০ টি পশু। ২০২২ সালে সংখ্যা কিছুটা বৃদ্ধি পেয়ে ৮,৬৫২ টি বিজ্ঞাপন থেকে বিক্রি হয়েছে ১,৭৫৪ টি পশু। ২০২৩ সালে তা আরও বেড়ে দাঁড়ায় ৯,০০০ পোস্টে, যা থেকে বিক্রি হয় ২,০০০ টি পশু। ২০২৪ সালে ইতোমধ্যেই ৯,০০০ টি বিজ্ঞাপন পোস্ট করা হয়েছে এবং বিক্রয় হয়েছে ২,০০০ টি পশু যা সত্যিই প্রশংসনীয়।

কোন ধরণের গবাদি পশু কেনার ক্ষেত্রে এগিয়ে রয়েছে?

কোরবানির জন্য কোন পশু বেশি জনপ্রিয়

পশু কোরবানির মাধ্যমে আমরা ত্যাগ স্বীকার করে থাকি ঈদ-উল-আযহাতে। বাংলাদেশের প্রেক্ষাপটে কোরবানির পশু হিসেবে গরু ও ছাগল কোরবানি করা হয়ে থাকে। তবে ছাগলের তুলনায় গরু কোরবানির প্রতি মানুষের আগ্রহ বেশি থাকে। ২০২৪ সালে Bikroy-এর হিসেব মতে, ৭৩% বিজ্ঞাপন গরুর এবং ২৭% বিজ্ঞাপন রয়েছে ছাগলের যার পার্সেন্টেজ গত বছরের সমান।

মেম্বার বনাম গৃহস্থদের বিজ্ঞাপন

মেম্বার বনাম নন-মেম্বারদের বিজ্ঞাপন

গত বছরের ধারাবাহিকতা বজায় রেখে মেম্বারদের বিজ্ঞাপনের তুলনায় এই বছরও নন-মেম্বারদের বিজ্ঞাপনের হার বেশি। Bikroy- এ মাত্র ৩১% মেম্বারদের বিজ্ঞাপন রয়েছে যেখানে নন-মেম্বারদের বিজ্ঞাপন ৬৯%।

২০২৪ সালের সবচেয়ে দামি গরু

২০২৪ সালে Bikroy-এ লিস্টেড সবচেয়ে দামি গরু

Bikroy-এ এই পর্যন্ত এ বছরের সবচেয়ে বেশি মূল্যের পশুর বিজ্ঞাপন হিসেবে রয়েছে সিরাজগঞ্জের (রাজশাহী বিভাগ) একটি আমেরিকান ক্রস বাহামা জাতের গরু। এই গরুটির দাম নির্ধারণ করা হয়েছে ১৭ লক্ষ টাকা।

শেষকথা

আধুনিক প্রযুক্তি সমৃদ্ধির এই সময়ের সাথে তাল মিলিয়ে এখন অনলাইন হাটের প্রয়োজনীয়তা এবং জনপ্রিয়তা উভয়ই বাড়ছে যা আগামীর জন্য আরো ভালো ফলস্বরুপ প্রদান করবে। সর্বোপরি, আপনার যদি ইচ্ছা থাকে অনলাইন হাট থেকে পশু কেনার তাহলে অবশ্যই বিশ্বস্ত প্ল্যাটফর্ম থেকে পশু কেনার উপায় গুলো সম্পর্কে সচেতন ও নিশ্চিত হয়ে নিন। এবং একই বিষয়গুলো আপনার সরাসরি হাট থেকে পশু কেনার জন্যও প্রযোজ্য।

Bikroy-এর পক্ষ থেকে সকল গ্রাহক এবং তাঁদের পরিবারকে জানানো হচ্ছে পবিত্র ঈদুল আযহার অগ্রিম শুভেচ্ছা। ঈদ মোবারক!

Facebook Comments
সাবস্ক্রাইব করুন

No spam guarantee.

Show More

Related Articles

Back to top button
Close
Close