আপনার বাজেটে মানানসই সেরা ৫টি স্মার্টফোন
অনেকে কম বাজেটের ফোন কিনতে আগ্রহী থাকেন। বর্তমানে বাজারে কম মূল্যের এবং ভাল ফিচার সমৃদ্ধ মোবাইল ফোন পাওয়া যায়। এ লেখায় আমরা কম বাজেটের ফোন নিয়ে আলোচনা করব। বাজারে ৭ হাজার থেকে ১৫ হাজারের মধ্যেও বেশ ভাল মানের ফোন পাওয়া যায়। এ লেখায় এমন ৫টি স্মার্ট ফোন নিয়ে আলোচনা করা হবে;
Redmi A3
এই ফোনে 6.71-ইঞ্চির HD+ IPS LCD ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিনে 1650 x 720 পিক্সেল রেজোলিউশন, 90Hz রিফ্রেশরেট এবং কর্নিং গোরিলা গ্লাস 3 এর প্রোটেকশন রয়েছে। 2.2GHz ক্লক স্পীডযুক্ত এবং 12nm প্রসেসে তৈরি মিডিয়াটেক হেলিও G36 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। এই ফোনে 3GB / 4GB /6GB LPDDR4X RAM এবং 64GB / 128GB eMMC 5.1 ইন্টারনাল স্টোরেজ রয়েছে।ফটোগ্রাফির জন্য এই ফোনে এলইডি ফ্ল্যাশ সহ এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 8MP প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং একটি সেকেন্ডারি এআই লেন্স যোগ করা হয়েছে। সেলফির জন্য এতে 5MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এ ফোনের মূল্য ৭ হাজার টাকা।
LAVA O2
Lava O2 ফোনে 6.5 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 90Hz রিফ্রেশ রেট, 720 x 1600 পিক্সেল রেজোলিউশন এবং 269 PPI পিক্সেল ডেনসিটি সাপোর্ট করে। কোম্পানি তাদের Lava O2 ফোনে এন্ট্রি লেভেল ইউনিসক টি 616 চিপসেট যোগ করেছে। জানিয়ে রাখি এই চিপসেটের আনটুটু স্কোর 280K।এই ফোনটিতে 8GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এর সঙ্গে এই ফোনটি 8GB expandable RAM সাপোর্ট করে, যার ফলে এই ফোনে মোট 16GB পর্যন্ত RAM এর পারফরমেন্স পাওয়া যায়।ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এতে এলইডি ফ্ল্যাশ সহ 50 মেগাপিক্সেল AI ক্যামেরা যোগ করা হয়েছে। একইভাবে সেলফির জন্য এই ফোনে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
Vivo Y1S
অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমে চলা ভিভো ওয়াই১ এস মডেলের স্মার্টফোনটির স্ক্রিনের আকার ৬ দশমিক ২২ ইঞ্চি। ৪ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিসুবিধার স্মার্টফোনটির সামনে–পেছনে রয়েছে ৫ ও ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা।স্ক্রিন রিজোলুশন ১৫২০*৭২০
অক্টাকোর প্রসেসরে চলা ২ গিগাবাইট র্যাম ও ৩২ গিগাবাইট ধারণক্ষমতার স্মার্টফোনটি ২টি রঙে পাওয়া যায়। দাম ৯ হাজার ৯৯০ টাকা।
Realme C30
১০ হাজার টাকার মধ্যে আরও একটি দুর্দান্ত ফিচারের স্মার্টফোন রিয়েলমির সি৩০। এই মডেলের ফোনটিতে মিনিমাল নচ ডিসপ্লে এবং যার সাইজ থাকছে ৬.৫ ইঞ্চি এবং রেজোলিউশন থাকছে এইচডি+ ৭২০x১৬০০ পিক্সেল। ৮ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা এবং সেলফি ক্যামেরা হিসেবে থাকছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা। ফোনটিতে দেওয়া হয়েছে লিথিয়াম পলিমার ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং সেই সঙ্গে ১০ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। 400 নিটস পর্যন্ত ব্রাইটনেস সাপোর্ট করে। পারফরম্যান্সের দিক থেকে এই ফোনটি চালিত হবে একটি অক্টা-কোর Unisoc প্রসেসরের সাহায্যে, যা পেয়ার করা থাকছে 3GB পর্যন্ত RAM-এর সঙ্গে। স্মার্টফোনটির দাম থাকছে ৯ হাজার ৯৯৯ টাকা।
Infinix hot 12 play
এ ফোনের ডিসপ্লে ৬.৮২ ইঞ্চি। আইপিএস এলসিডি। র্যাম ৪ জিবি। স্টোরেজ ১২৮ জিবি। সেলফি ক্যামেরা ৮ মেগাপিক্সেল। মূল্য ১৪ হাজার ১৯৯ টাকা। ক্যামেরার ক্ষেত্রে এই ফনের সেলফি ক্যামেরা ৮ মেগাপিক্সেল। রিয়ার ফিঙ্গারপ্রিন্ট সমৃদ্ধ। মেইন ক্যামেরা ১৩ মেগাপিক্সেল, ২ মেগাপিক্সেল এআই লেন্সগুলো পাওয়া যাবে তাদের নিজস্ব স্টোর এবং আউটলেটে। এছাড়াও বিভিন্ন মার্কেটের ফোনের স্টোরগুলোতে মিলবে এসব স্মার্টফোন। দোকান বা অনলাইন স্টোর থেকে কেনার সময় ওয়ারেন্টি এবং আসল ফোন দেখে কিনুন।
পরিশেষে বলা যায়, বর্তমান বাজারে তুলনামূলক কম দামেও ভাল মানের ফোন পাওয়া যায়। গ্রাহক তার পছন্দসই ফোন তার নির্দিষ্ট বাজেটের মধ্যে খুব সহজেই কিনতে পারেন। কেনার সময় অবশ্যই ওয়ারেন্টি সম্পর্কে ভালভাবে জেনে নেবেন।