রমজানে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য #DeemParbeNa ক্যাম্পেইন
পবিত্র রমজান মাসে জাগো ফাউন্ডেশন, নকশিকাঁথা এবং বিক্রয় ডট কম ’র আয়োজনে #DeemParbeNa শীর্ষক চ্যারিটি ক্যাম্পেইনে খ্যাতিমান ব্যাক্তিত্ব ও তারকারা অংশ নেওয়ার ঘোষণা দিযেছেন।
#DeemParbeNa নামে রমজানের প্রথমদিন থেকে খ্যাতিমান ও তারকা ব্যাক্তিত্বরা তাদের ব্যক্তিগত সংগ্রহ, অটোগ্রাফ সমৃদ্ধ উপহার সামগ্রি “বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেটপ্লেস” বিক্রয় ডট কম’এ বিক্রির জন্য পোস্ট করবেন। ক্যাম্পেইন শেষে আয় হওয়া অর্থের পুরোটাই সুবিধাবঞ্চিত শিশুদের জন্য গঠিত তহবিলে জমা হবে।
সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে #DeemParbeNa লিখেও তহবিল গঠনে অংশগ্রহণ করা যাবে। মোবাইল ব্যাংকিং সার্ভিস বিকাশ অথবা ব্যাংকের মাধ্যমে যে কেউ এ তহবিলে অনুদান প্রদাণ করতে পারবেন।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড–
অ্যাকাউন্টের নাম: জাগো ফাউন্ডেশন;
অ্যাকাউন্ট নম্বর: ০০৮৪-১১১-০০০০৬৭১৯
অয়েবসাইটঃ http://jaago.com.bd
অথবা
বিকাশ নম্বর (র্মাচেন্ট): ০১৭-৫৫৫৫-৭২৪৮
#DeemPabeNa শীর্ষক চ্যারিটি ক্যাম্পেইনে খ্যাতিমান ব্যাক্তিত্ব ও তারকারা অংশ নিয়েছেন। তাদের চমৎকার সব পণ্যগুলো দেখে নিনঃ
হুসেইন মুহাম্মোদ এরশাদের ব্যাক্তিগত গলফ সেট
অপি করিমের নিজের স্কেচ করা ছবি
বিপাশা হায়াতের আঁকা চমৎকার একটি ছবি
সাকিব আল হাসানের অটোগ্রাফকৃত ক্রিকেট ব্যাট
অভিনেতা জাহিদ হাসানের ব্যাক্তিগত ওমেক্স ঘড়ি
হুসেইন মুহাম্মোদ এরশাদের ব্যাক্তিগত আইফোন
মডেল নোবেল এর ডিজেল ব্র্যান্ডের সানগ্লাস
সাকিব আল হাসানের কেকেআর এর জার্সি
এলেন খানের ডি এস এল আর ক্যামেরা