মোবাইল

ঢাকার গরমে স্মার্টফোনের ব্যাটারির আয়ু কীভাবে বাড়াবেন

এখনকার দিনে ঢাকার গরমে শুধু মানুষ এবং প্রাণীকূলই হাঁসফাঁসে অবস্থায় পরে না, এর প্রভাব ইলেকট্রনিক গেজেটের উপরেও পড়ছে। অতিরিক্ত তাপমাত্রার প্রভাবে স্মার্টফোনের ব্যাটারির চার্জ নিঃশেষ হতে থাকে। কারণ অতিরিক্ত তাপমাত্রা লিথিয়াম-আয়ন ব্যাটারির জন্য বেশ ক্ষতিকর। তাই দীর্ঘসময় গরমের মধ্যে থাকলে ব্যাটারির আয়ু এবং পারফরম্যান্স ধীরে ধীরে কমতে থাকে। তাই গরমে মোবাইল ব্যাটারির যত্নআত্তি করা প্রয়োজন।

বর্তমানে স্মার্টফোন আমাদের দৈনন্দিন জীবনের একটি আনুষঙ্গিক অঙ্গ হয়ে উঠেছে। সারা দিনের সকল কাজেই আমরা স্মার্টফোন নির্ভর হয়ে উঠেছি। তবে মাত্রাতিরিক্ত ব্যবহার এবং বিভিন্ন অনিয়মের কারণে স্মার্টফোনের ব্যাটারির আয়ু এবং পারফরম্যান্স হ্রাস পায়। তাই প্রত্যাশিত সময়ের আগেই স্মার্টফোনে বিভিন্ন সমস্যা দেখা দেয়। তবে কিছু সহজ টিপস ও কৌশল অনুসরণ করলে, আপনার স্মার্টফোনের ব্যাটারি আয়ু অনেকটাই বাড়াতে পারবেন। আশা করা যায় এই ব্লগের আলোচিত মোবাইলের ব্যাটারি লাইফ বাড়ানো কৌশলগুলো আপনার ফোনের ব্যাটারিকে হেলথি এবং লংলাস্টিং রাখতে সাহায্য করবে।

ঢাকার গরমে ব্যাটারির আয়ু বাড়ানোর উপায়

(১) আপনার স্মার্টফোন রোদ এবং তাপ থেকে দূরে রাখুন

প্রয়োজন ছাড়া, উচ্চ তাপমাত্রার পরিবেশে মোবাইল ব্যবহার এড়িয়ে চলুন। তীব্র রোদের মধ্যে ফোন ব্যবহার কিংবা চার্জ দিলে ফোনের ব্যাটারি ও প্রসেসর অতিরিক্ত গরম হয়ে দ্রুত ডিগ্রেড হয়ে যায়। চুলা, ওভেন, ফ্রিজ এবং গাড়ির ড্যাশবোর্ডে উপর বা কাছাকাছি স্মার্টফোন রাখবেন না। ঠান্ডা জায়গায় চার্জ করুন। ব্যাটারি চার্জ করার জন্য আদর্শ তাপমাত্রা হল ২০ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস।

(২) ব্যাকগ্রাউন্ড এবং অপ্রয়োজনীয় অ্যাপস বন্ধ রাখুন

ব্যাকগ্রাউন্ডে চলা অ্যাপস ফোনকে গরম করে তোলে। ব্যাটারি সেটিংস থেকে দেখে নিন কোন অ্যাপগুলো বেশি ব্যাটারি খাচ্ছে। সেটিংসে গিয়ে ‘ব্যাটারি ইউসেজ’ চেক করে অপ্রয়োজনীয় অ্যাপ বন্ধ করুন। প্রয়োজন শেষ হলে জিপিএস, ব্লুটুথ, মোবাইল ডেটা এবং ওয়াই-ফাই অফ করে দিন। এই অ্যাপগুলো ব্যাকগ্রাউন্ডে ডেটা আপডেট করে, যা ব্যাটারি শেষ করে। চার্জ কমে গেলে ‘ব্যাটারি অপ্টিমাইজেশন’ অন করে রাখতে পারেন।

(৩) অরিজিনাল চার্জার ব্যবহার করুন এবং ফাস্ট চার্জিং এড়িয়ে চলুন

মোবাইলের নির্দিষ্ট মডেলের জন্য প্রস্তাবিত ওয়াটের বেশি ভোল্টের চার্জার ব্যবহার করা থেকে বিরত থাকুন, এতে অতিরিক্ত তাপ উৎপন্ন হয়। এছাড়াও নিম্ন মানের চার্জার ব্যাটারির আয়ু কমিয়ে দেয়। প্রয়োজন ছাড়া ফাস্ট চার্জিং এড়িয়ে চলুন। কারণ ফাস্ট চার্জিং ফোন গরম করে তোলে। নরমাল চার্জিং একটু সময় বেশি নেয়, কিন্তু ব্যাটারি হেলথের জন্য ভালো।

(৪) স্ক্রিন ব্রাইটনেস কমিয়ে ব্যাটারি লাইফ বাঁচান

গরমের দিনে ব্যাটারির চার্জ দ্রুত শেষ হওয়ার প্রধান কারণ হলো ডিসপ্লে। ফোনের স্ক্রিন ব্রাইটনেস বেশি বাড়ানো থাকলে, অল্প সময় ব্যবহারেই মোবাইল গরম হয়ে যায়। কারণ অতিরিক্ত ব্রাইটনেস ফোনের প্রসেসরের উপর প্রচুর লোড তৈরী করে। সেটিংস থেকে ‘এডাপ্টিভ ব্রাইটনেস’ ফিচারটি চালু করতে পারেন। এটি পরিবেষ্টিত আলোর উপর ভিত্তি করে অটোম্যাটিক ব্রাইটনেস এডজাস্ট করবে।

(৫) প্রচন্ড ট্র্যাফিক এবং নেটওয়ার্ক সমস্যায় এয়ারপ্লেন মোড ব্যবহার করুন

প্রচন্ড ট্র্যাফিকের মধ্যে আটকে থাকলে এবং নেটওয়ার্ক সমস্যায়, মোবাইলের প্রসেসর এবং ব্যাটারির উপর অনেক চাপ পরে। এতে ব্যাটারি গরম হয়ে চার্জ দ্রুত ক্ষয় হতে থাকে। ট্রাফিক সিচুয়েশনে ম্যাপ, লোকেশন এবং ন্যাভিগেশন, দ্রুত ব্যাটারি গরম করে তোলে। এরকম অবস্থায় অল্প সময়ের জন্য এয়ারপ্লেন মোড অন করে ব্যাটারি সাশ্রয় করতে পারেন।

(৬) চার্জ দেওয়ার সময় ফোন ব্যবহার করা থেকে বিরত থাকুন

চার্জ দেবার সময় ফোন ব্যবহার করবেন না। এতে ফোন দ্রুত গরম হয়ে, দুর্ঘটনা ঘটতে পারে। কথা বলতে হলে, ফোন চার্জ থেকে খুলে কথা বলুন। গ্রাফিক্যালি ইনটেনসিভ গেম খেলার সময় স্মার্টফোন কখনই চার্জ করবেন না, কারণ এটি ফোনের তাপমাত্রা বৃদ্ধি করে এবং ব্যাটারির ক্ষতি করে।

(৭) চার্জিং টাইম মেইনটেইন করুন

ব্যাটারির চার্জ সবসময় ২০%–৮০% এর মধ্যে রাখার চেষ্টা করুন। সব সময় সম্পূর্ণ ১০০% চার্জ করা হলে কিংবা চার্জ একেবারে ০% নিয়ে গেলে ব্যাটারির হেলথ কমে যায়। চেষ্টা করবেন, ব্যাটারি চার্জ ২০% এর কাছাকাছি হলেই চার্জ করতে, ৮০% হয়ে গেলে, চার্জ দেয়া বন্ধ করতে।

(৮) হেভি অ্যাপস ব্যবহার এবং গেমস খেলা থেকে বিরত থাকুন

বিভিন্ন ভিডিও এডিটিং সফটওয়্যার এবং গ্রাফিক্যালি ইনটেনসিভ গেমস, মোবাইল গরম করে দেয়। রেগুলার এসব অ্যাপ ব্যবহারে ব্যাটারির আয়ু ক্ষতিগ্রস্থ হয়।

ঢাকার গরমে ব্যাটারির আয়ু বাড়াতে আরো কিছু সাধারণ কৌশল

(১) গরমের দিনে আবহাওয়া যখন ঠান্ডা থাকে, অর্থাৎ বিকেলে বা রাতে চার্জ দেওয়া ভালো।

(২) ফোন অতিরিক্ত গরম হলে ফ্লাইট মোড অন করে ঠান্ডা হতে দিন।

(৩) চার্জিংয়ের সময় কভার খুলে ফেলুন, এতে তাপ সহজে বের হয়ে যাবে।

(৪) অটো-লক বা স্ক্রিন টাইমআউট সেটিংস পরিবর্তন করুন। এটি ফোনের ব্যাটারির আয়ু বাড়াবে।

(৫) চার্জ ৪০% এর নিচে থাকলে, ব্যাটারি সেভার মোড অন করুন।

(৬) ডার্ক মোড ব্যবহার করুন, এটি কম পাওয়ার কনজিউম করে।

(৭) সারা রাত ফোন চার্জে দিয়ে ঘুমানোর অভ্যাস ত্যাগ করুন।

(৮) অতিরিক্ত চার্জ করবেন না ৮০-১০০% এ পৌঁছালে আনপ্লাগ করুন।

(৯) প্রয়োজনীয় অ্যাপের জন্যই শুধু লোকেশন অন রাখুন।

(১০) ভালো মানের পাওয়ার ব্যাংক ব্যবহার করুন।

পরিশেষে বলা যায়, গরমকালে স্মার্টফোনের জন্য বাড়তি যত্ন জরুরি। ঢাকার প্রচণ্ড গরমে ফোনের ব্যাটারির আয়ু কমে যাওয়াটা স্বাভাবিক, তাই গরমে মোবাইল ঠিক রাখার ট্রিকস মেনে চলা এবং সচেতন ভাবে ব্যবহার করলেই ব্যাটারি হেলথ ভালো রাখা সম্ভব। গরমে যদি ঠিকঠাক খেয়াল না রাখেন, তাহলে ব্যাটারির স্থায়ী ক্ষতির আশঙ্কা থাকে। একটি নতুন ব্যাটারির ‘ব্যাটারি হেলথ’ এক বছর ব্যবহারের আগেই ৮০%-এর নিচে নেমে যেতে পারে। মনে রাখবেন, স্মার্ট ব্যবহারেই স্মার্টফোনের ব্যাটারি টিকবে দীর্ঘদিন।

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী

(১) গরমে স্মার্টফোনের ব্যাটারির উপর কি ধরণের প্রভাব পরে?

তীব্র রোদের মধ্যে ফোন ব্যবহার কিংবা চার্জ দিলে ফোনের ব্যাটারি ও প্রসেসর অতিরিক্ত গরম হয়ে দ্রুত ডিগ্রেড হয়ে যায়। বেশি তাপ ব্যাটারির কার্যক্ষমতা কমিয়ে দেয়। মোবাইলের চার্জ দ্রুত ফুরিয়ে যায় এবং ব্যাটারির আয়ু কমে যায়।

(২) গরমে স্মার্টফোনের জন্য ক্ষতিকর তাপমাত্রা কত?

সাধারণত ৩৫ ডিগ্রি সেলসিয়াস এর বেশি তাপমাত্রা স্মার্টফোনের ব্যাটারির জন্য ক্ষতিকর। ব্যাটারির জন্য আদর্শ তাপমাত্রা হল ২০ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস।

(৩) ঢাকার গরমে আপনি স্মার্টফোন কিভাবে ঠান্ডা রাখবেন?

সরাসরি রোদে ফোন ব্যবহার করবেন না, ঠান্ডা জায়গায় ফোন চার্জ করবেন, অতিরিক্ত গেম বা হেভি অ্যাপস কম ব্যবহার করুন, অপ্রয়োজনীয় অ্যাপস বন্ধ রাখা, ইত্যাদি সাধারণ সাধারণ নিয়ম মেনে চললেই আপনি ঢাকার গরমে স্মার্টফোনেই ব্যাটারি হেলথি রাখতে পারবেন।

(৪) চার্জের সময় কী কী সাবধানতা জরুরি?

গরম জায়গায় ফোন চার্জ দেবেন না, চুলা, ওভেন এর পাশে বা ফ্রিজ এবং গাড়ির ড্যাশবোর্ডের উপর মোবাইল রেখে চার্জ দেবেন না, চার্জ দেওয়ার সময় ফোন ব্যবহার করবেন না, অরিজিনাল চার্জার ব্যবহার করবেন এবং ফাস্ট চার্জিং এড়িয়ে চলবেন।

(৫) কোন অ্যাপগুলো বেশি ব্যাটারি খরচ করে?

সাধারণত স্ক্রিন ব্রাইটনেস, গ্রাফিক্যালি ইনটেনসিভ গেম, ভারী ভিডিও এডিটিং সফটওয়্যার, ভিডিও স্ট্রিমিং অ্যাপ, ব্যাকগ্রাউন্ডে চলমান লোকেশন বেইসড অ্যাপ, ইত্যাদি অ্যাপগুলো গরমের দিনে ব্যাটারি বেশি খরচ করে।

Facebook Comments
সাবস্ক্রাইব করুন

No spam guarantee.

Show More

Related Articles

Back to top button
Close
Close