Bikroy আপডেট

অনুষ্ঠিত হলো ‘Bikroy কার্নিভাল ২০২৩’

Bikroy মেম্বার এবং কর্পোরেট পার্টনারদের মিলনমেলা

দেশের অন্যতম জনপ্রিয় ক্লাসিফাইড সাইট Bikroy, সম্মানিত মেম্বার এবং বিজনেস পার্টনারদের জন্য ‘Bikroy কার্নিভাল ২০২৩ – স্মার্ট বাংলাদেশ, স্মার্ট বিজনেস’ শীর্ষক একটি গ্র্যান্ড মিট-এর আয়োজন করে। ৩ অক্টোবর রাজধানীর শেরাটন ঢাকা হোটেলে Bikroy-এর মেম্বার, পার্টনার, ও ইন্ডাস্ট্রি এক্সপার্ট-দের উপস্থিতিতে অনুষ্ঠানটি আয়োজিত হয়।

Bikroy কার্নিভাল ২০২৩-এর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনেকেই যাঁদের মাঝে উল্লেখযোগ্য হলেন আইসিটি ডিভিশন-এর মাননীয় সেক্রেটারি জনাব মোঃ সামসুল আরেফিন। প্যানেলিস্ট হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের a2i প্রোগ্রামের হেড অব ইকমার্স রেজওয়ানুল হক জামী, Robi Axiata Limited-এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আহমেদ আরমান সিদ্দিকী, Grameenphone Limited-এর চিফ বিজনেস অফিসার ড. আসিফ নাঈমুর রশিদ, BASIS-এর প্রেসিডেন্ট রাসেল টি আহমেদ, এবং Prothom Alo-এর যুব কর্মসূচীর প্রধান মুনির হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন Bikroy-এর সিইও ঈশিতা শারমিন ও Bikroy-এর ম্যানেজমেন্ট টিম সহ ও কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠানে Bikroy-এর পথচলা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়, দ্বিতীয়বারের মতো আয়োজিত Bikroy প্রপার্টি ফেয়ার ২০২৩-এর ঘোষণা করা হয়, Bikroy-এর বিভিন্ন নতুন প্রোডাক্ট ও সার্ভিস লঞ্চ করা হয় এবং Bikroy কার্নিভাল ২০২৩-এর ট্যাগলাইন ‘স্মার্ট বাংলাদেশ, স্মার্ট বিজনেস’ নিয়ে বিশেষ প্যানেল ডিসকাশন রাখা হয়। সবশেষে মূল চমক হিসেবে ৩০ জন ভ্যালুড মেম্বার ও পার্টনারদের হাতে তাঁদের কাজের স্বীকৃতিস্বরূপ ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়।

কার্নিভাল প্রসঙ্গে Bikroy-এর সিইও ঈশিতা শারমিন বলেন, “দীর্ঘ ১১ বছরে ২.৫ কোটি বিক্রেতা Bikroy সার্ভিসের মাধ্যমের তাঁদের ব্যবসার প্রচার আর প্রসার করেন। Bikroy-এর সার্ভিস ভবিষ্যৎ-এ আরও মানুষের কাছে পৌঁছে দিতে আমাদের আজকের আয়োজন। এই পথচলায় আমাদের সাথে থাকার জন্য আমি প্রধান অতিথি, সকল বিশেষ অতিথিবৃন্দ, প্যানেলিস্টস, মেম্বার, ও কর্পোরেট পার্টনারদের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ – যারা তাঁদের মূল্যবান সময় দিয়ে আমাদের অনুষ্ঠানটি সার্থক করে তুলেছেন। গ্রাহক সমর্থনের শক্তিকে সাথে নিয়ে স্মার্ট বাংলাদেশ গড়ার পথে বহুদূর পাড়ি দেবে Bikroy, সবার প্রত্যাশা ছাড়িয়ে আরও ভালো কিছু করার প্রত্যয় আমাদের।”

Facebook Comments
সাবস্ক্রাইব করুন

No spam guarantee.

Show More

Related Articles

Back to top button
Close
Close