Bikroy আপডেট
		
	
	
Bikroy.com -এ, কুরবানির পশু প্রি-অর্ডার এর মাধ্যমে ডেলিভার

গ্রাহকের প্রি-অর্ডার করা ১শ’টিরও বেশি কোরবানির পশু ডেলিভারি দিয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেটপ্লেস বিক্রয় ডট কম । এতে দেশজুড়ে বসা বিভিন্ন হাট থেকে ভিড় ঠেলে পশু কেনার ঝুঁকি থেকে রেহাই পেয়েছেন গ্রাহকরা।
সেপ্টেম্বর মাসের ৫ তারিখ থেকে শুরু হওয়া প্রি-অর্ডার ক্যাম্পেইনটি, ২২ সেপ্টেম্বর (মঙ্গলবার) শেষ হয়েছে। প্রি-অর্ডার করা ঢাকার বাইরের পশুর জন্য ডেলিভারি চার্জ ছিল তিন হাজার টাকা। অন্যদিকে ঢাকার হাটগুলো থেকে কেনা পশুর জন্য ছিল এক হাজার টাকা।
বিক্রয় ডট কম’এর পরিচালক (মার্কেটিং) মিশা আলী বলেন, “প্রি-অর্ডার ক্যাম্পেইনে গ্রাহকদের কাছ থেকে অভাবনীয় সাড়া পেয়েছি। তাই আগামী বছর থেকে সারাদেশ ব্যাপী এ সেবা দেওয়ার পরিকল্পনা করছি আমরা।
https://www.mzamin.com/details
http://www.dailynayadiganta.com
		Facebook Comments
		
			
			 
					






