Bikroy আপডেট

নতুন বছরে নতুন মেম্বারশিপ প্যাকেজ!

Bikroy এর পক্ষ থেকে সম্মানিত সকল মেম্বারদের আন্তরিক ধন্যবাদ। আমাদের মেম্বারশিপ প্যাকেজটি মূলত গ্রাহকের ব্যবসায়ের প্রসার ও বিক্রয় বাড়ানোর জন্য বিশেষ কিছু সেবা অন্তর্ভুক্ত করে ডিজাইন করা হয়েছে। Bikroy মেম্বারশিপ আপনার ভার্চুয়াল শপের মাধ্যমে আপনাকে আরও বেশি সংখ্যক গ্রাহকের কাছে পৌঁছানোর সুযোগ করে দেয়।

মেম্বারশিপ সার্ভিস ব্যবহারের মাধ্যমে Bikroy এর মেম্বারগণ নিম্নলিখিত সুবিধাগুলো উপভোগ করতে পারছেনঃ 

    • Bikroy এর ওয়েবসাইটে নিজের একটি শপ
    • সব পণ্য/সেবার বিজ্ঞাপন একই স্থানে প্রদর্শনের সুবিধা
    • আরও বেশি আগ্রহী ক্রেতা যা গ্রাহকের সেলস-কে বুস্ট করবে
    • বেশি সংখ্যক বিজ্ঞাপন পোস্ট করার সুযোগ
    • টপ অ্যাড, বাম্প আপ, আর্জেন্ট ও স্পটলাইট এর মতো বোনাস প্রমোশন

এতদ্বারা সকল মেম্বারদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আরও উন্নত সার্ভিস দেওয়ার লক্ষ্যে Bikroy এর মেম্বারশিপ প্যাকেজের মূল্যে পরিবর্তন হচ্ছে যা আগামী ১লা জানুয়ারি ২০২০ থেকে কার্যকর হবে। বর্তমানে প্রচলিত সার্ভিসের পাশাপাশি আমরা আরও উন্নত গ্রাহক সেবা প্রদানের মাধ্যমে সর্বাঙ্গীণ ব্যবসার প্রসারে সংকল্পবদ্ধ। 

এ সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের ইমেইল করুন [email protected] এ অথবা কল করুন ০৯৬০৯ ৫৫৫ ৪৪৪।

avail bikroy membership

Facebook Comments
সাবস্ক্রাইব করুন

No spam guarantee.

Show More

Related Articles

Back to top button
Close
Close