মোবাইল

শাওমি মোবাইলঃ তরুণ প্রজন্মের নতুন পছন্দ

কয়েক বছর আগেও আমরা যে মোবাইল ফোন ব্র্যান্ডের নামটি ঠিকভাবে উচ্চারণ করতে পারতাম না, আজ সেই ফোনের সিগনেচার রিংটোনটি শোনা যায় আশেপাশে সর্বত্র। চাইনিজ প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশী টেকনোলজি মার্কেটে ইতিমধ্যেই অন্যতম প্রধাণ ফোন ব্র্যান্ড হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। আকর্ষণীয় ফিচারের নতুন সব মডেল, অ্যাপ্লায়েন্স ও গ্যাজেট প্রকাশের মাধ্যমে খুব অল্প সময়েই পুরোনো ও প্রতিষ্ঠিত ব্র্যান্ডগুলোকে টেক্কা দিচ্ছে শাওমি। বাকিদের সঙ্গে শাওমির পার্থক্য হলো এটি বেশ অল্প বাজেটেই ব্যবহারকারীদের কাছে পৌঁছে দিচ্ছে হাই কোয়ালিটির নানা ফোন। হার্ডওয়্যার ও সফটওয়্যার দু’দিকেই সেরা ব্র্যান্ডগুলোর গুণগত মানের কাছাকাছি করে ফোনগুলো তৈরি করা ও দারুন সব ফিচারের কারণে বর্তমানে শাওমি পরিণত হয়েছে তরুণ প্রজন্মের অন্যতম পছন্দের ব্র্যান্ডে। 

পেছনের কিছু কথা

শাওমির আজকের এই উত্থানের পেছনের গল্পটা জেনে আসা যাক। শাওমি ব্র্যান্ডটি প্রতিষ্ঠা করেন প্রাক্তন কিংসফট এর প্রধাণ নির্বাহী লেই জুন। তবে শুরুতেই তারা কিন্তু ব্যবহারকারীদের জন্য ফোন নিয়ে আসেনি। শুরুটা হয় মিউই নামের অ্যান্ড্রয়েড বেইজড একটি অপারেটিং সিস্টেম বানানোর মাধ্যমে। এটি প্রকাশের পর টেক দুনিয়ায় রীতিমত আলোড়ন পড়ে যায় যা তাদেরকে নিজস্ব ডিভাইস তৈরিতে উদ্বুদ্ধ করে। তখন থেকেই বিভিন্ন মডেলের মোবাইল ফোন বাজারে নিয়ে আসে ব্র্যান্ডটি। শাওমি ব্র্যান্ডটির ফোনগুলোর মূলত দুইটি ধরণ রয়েছে। একটি হলো এমআই সিরিজ যেটি কিছুটা প্রিমিয়াম গ্রাহকদের জন্য তৈরি হয়েছে ও এর দামও কিছুটা বেশি। অপর সিরিজটির নাম রেডমি সিরিজ যাতে ব্যবহারকারীরা পায় স্বল্পমূল্যে ডিজাইনের নানা বৈচিত্র্যতা। ফোন ছাড়া অন্যান্য গ্যাজেটেও শাওমি টেক প্রেমীদের সুনাম কুড়াতে সক্ষম হয়েছে। এমআই ব্র্যান্ডের রয়েছে জনপ্রিয় গ্যাজেট – ফিটনেস ট্র্যাকার। শাওমির হেডফোনগুলোর মানও ভালো হবার কারণে এগুলো গ্রাহক মহলে বেশ সমাদৃত। এছাড়াও এমআই পাওয়ার ব্যাঙ্ক, ওয়াইফাই এক্সটেনশন, ওয়ারলেস ফোন চার্জার ইত্যাদি গ্যাজেটগুলোও দেশের বাজারে জনপ্রিয়। 

শাওমির ফোনগুলির কিছু ভালো দিক

চলুন দেখে নেই শাওমির স্মার্টফোনগুলোতে কি কি ফিচারগুলো রয়েছে।

উল্লেখ্যঃ আর্টিকেলে উল্লেখিত মোবাইলের দামগুলো বিক্রেতা ও ডিলারভেদে তারতম্য হতে পারে।

শাওমি রেডমি কে২০ প্রো

শাওমি রেডমি কে২০ প্রো কিনুন

এটি শাওমির প্রকাশিত সাম্প্রতিকতম মডেলের ফোন যা ইতিমধ্যেই বাজারে সাড়া ফেলে দিয়েছে। এটির পেছনদিকে রয়েছে একটি ব্যতিক্রমী ডিজাইন ও চমকপ্রদ কিছু স্পেসিফিকেশন।

বিবরণ
নেটওয়ার্ক সিম ডুয়েল সিম (ন্যানো সিম, ডুয়েল স্ট্যান্ড বাই)
বডি ডাইমেনশনস ১৫৬.৭ x ৭৪.৩ x ৮.৮ মিমি (৬.১৭ x ২.৯৩ x ০.৩৫ ইঞ্চি)
ডিসপ্লের ধরন সুপার অ্যামোলেড ক্যাপাসিটিভ টাচস্ক্রিন, ১৬ মি. কালারস
ডিসপ্লের আকার ৬.৩৯ ইঞ্চি, ১০০.২ সিএম২
ডিসপ্লের রেজ্যুলেশন ১০৮০ x ২৩৪০ পিক্সেল, ১৯ঃ৫ঃ৯ অনুপাত
ডিসপ্লে স্ক্রিন সুরক্ষা কর্নিং গরিলা গ্লাস ৫
অপারেটিং সিস্টেম (ওএস) অ্যান্ড্রয়েড
ওএস ভার্সন ৯.০ (পাই)
সিপিইউ অক্টা-কোর
জিপিইউ এডরেনো ৫৪০
চিপসেট কুয়ালকম এসডিএম৮৫৫ স্ন্যাপড্রাগন ৮৫৫
ইন্টারনাল মেমোরি ৬৪ জিবি, ১২৮ জিবি, ২৫৬ জিবি
এক্সটার্নাল মেমোরি নেই
র‍্যাম ৬ জিবি, ৮ জিবি
প্রাথমিক ক্যামেরা ট্রিপলঃ ৪৮ মেগাপিক্সেল

১৩ মেগা পিক্সেল (আল্ট্রাওয়াইড)

৮ মেগা পিক্সেল, ২x অপ্টিকাল জুম

সেকেন্ডারি ক্যামেরা মোটরাইজড পপ-আপ ২০ মেগা পিক্সেল
ব্যাটারি ৪০০০ মিলি অ্যাম্পেয়ার ব্যাটারি 
মূল্য ৪৯,৯৯৯ টাকা

যদি আপনি এমন ফোন খুঁজে থাকেন যেটি আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারেন তবে অবশ্যই এই ফোনটিই হবে আপনার সেরা পছন্দ। পপ আপ ক্যামেরা, ফুল স্ক্রিন ডিসপ্লে ও অবিশ্বাস্য ক্যামেরা কোয়ালিটি ফোনটিকে করেছে এক কথায় অনবদ্য।

শাওমি এমআই এ২ ও এ২ লাইট

এটি শাওমির একটি প্রিমিয়াম সিরিজ যা বাজারে এসেছে বেশ কিছু অনন্য স্পেসিফিকেশন নিয়ে। আমরা এই আর্টিকেলটিতে আলোচনা করবো জনপ্রিয় দুটি মডেল এমআই এ২ ও এ২ লাইট নিয়ে। 

শাওমি এমআই এ২

শাওমি এমআই এ২ কিনুন

বিবরণ
নেটওয়ার্ক সিম ডুয়েল সিম (ন্যানো সিম, ডুয়েল স্ট্যান্ড বাই)
বডি ডাইমেনশনস ১৫৮.৭ x ৭৫.৪ x ৭.৩ মিমি (৬.২৫ x ২.৯৭ x ০.২৯ ইঞ্চি)
ডিসপ্লের ধরন এলটিপিএস আইপিএস এলসিডি ক্যাপাসিটিভ টাচস্ক্রিন, ১৬ মি. কালারস
ডিসপ্লের আকার ৫.৯৯ ইঞ্চি, ৯২.৬ সিএম২
ডিসপ্লের রেজ্যুলেশন ১০৮০ x ২১৬০ পিক্সেল, ১৮ঃ৯ অনুপাত
অপারেটিং সিস্টেম (ওএস) অ্যান্ড্রয়েড- অ্যান্ড্রয়েড ওয়ান
ওএস ভার্সন ৮.১ (ওরিও), অ্যান্ড্রয়েড ৯.০ (পাই) পর্যন্ত আপগ্রেডেবল, অ্যান্ড্রো
সিপিইউ অক্টা কোর
জিপিইউ এডরেনো ৫১২
চিপসেট কুয়ালকম এসডিএম৬৬০ স্নাপড্রাগন ৬৬০ (১৪ ন্যানোমিটার)
ইন্টারনাল মেমোরি ৩২ জিবি, ৬৪ জিবি, ১২৮ জিবি
এক্সটার্নাল মেমোরি নেই
র‍্যাম ৪ জিবি, ৬ জিবি র‍্যাম
প্রাথমিক ক্যামেরা ডুয়েলঃ ১২ মেগা পিক্সেল, এফ/১.৮, ১/২.৯
সেকেন্ডারি ক্যামেরা ২০ মেগা পিক্সেল, এফ/২.২, ১/২.৮
সেন্সর ফিঙ্গারপ্রিন্ট (রেয়ার মাউন্টেড), অ্যাক্সিলেরোমিটার, জাইরো, প্রক্সিমিটি, কম্পাস
ব্যাটারি ৩০০০ মিলি অ্যাম্পেয়ার ব্যাটারি
মূল্য ২৩,৯৯৯ টাকা

যেই ফিচারটি এই ফোনকে বাকিদের থেকে এগিয়ে রাখছে তা হলো এর অ্যান্ড্রয়েড ওয়ান ইন্টারফেস। জানিয়ে রাখা ভালো, অ্যান্ড্রয়েড ওয়ান বর্তমানে গুগল অ্যান্ড্রয়েড এর অন্যতম সেরা ভার্সন। মিউই এর বদলে ব্যবকারকারীরা এই ফোন থেকে পাবেন খাঁটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহারের অভিজ্ঞতা। শাওমি ফোন, সঙ্গে আসল অ্যান্ড্রয়েড, ব্যাপারখানা বেশ জমেছে তাইতো?

শাওমি এমআই এ২ লাইট

শাওমি এমআই এ২ লাইট কিনুন

এটি এমআই এ২ এর লাইট একটি ভার্সন। তবে এর ফিচারগুলোও দারুণ, সঙ্গে রয়েছে ৫.৮৪ ইঞ্চি নচ ডিসপ্লে।

চলুন দেখে নেই বিস্তারিত স্পেসিফিকেশনগুলোঃ

বিবরণ
নেটওয়ার্ক সিম ডুয়েল সিম (ন্যানো সিম, ডুয়েল স্ট্যান্ড বাই)
বডি ডাইমেনশনস ১৪৯.৩ x ৭১.৭ x ৮.৮ মিমি (৫.৮৮ x ২.৮২ x ০.৩৫ ইঞ্চি)
ডিসপ্লের ধরন আইপিএস এলসিডি ক্যাপাসিটিভ টাচস্ক্রিন, ১৬ মি. কালারস
ডিসপ্লের আকার ৫.৮৪ ইঞ্চি, ৮৫.১ সিএম২
ডিসপ্লের রেজ্যুলেশন ১০৮০ x ২২৮০ পিক্সেল, ১৯ঃ৯ অনুপাত
অপারেটিং সিস্টেম (ওএস) অ্যান্ড্রয়েড- অ্যান্ড্রয়েড ওয়ান
ওএস ভার্সন ওরিও
সিপিইউ অক্টা কোর ২.০ গিগা হার্জ কোরটেক্স-এ৫৩
জিপিইউ এডরেনো ৫০৬
চিপসেট কুয়ালকম এমএসএম৮৯৫৩ স্ন্যাপড্রাগন ৬২৫
ইন্টারনাল মেমোরি ৩২ জিবি, ৬৪ জিবি
এক্সটার্নাল মেমোরি মাইক্রোএসডি, ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে (ডেডিকেটেড স্লট)
র‍্যাম ৩ জিবি, ৪ জিবি
প্রাথমিক ক্যামেরা ডুয়েলঃ ১২ মেগা পিক্সেল, এফ/২.২, ১.২৫ মাইক্রোমিটার, পিডিএএফ

৫ মেগা পিক্সেল, এফ/২.২, ১.১২ মাইক্রোমিটার, ডেপথ সেন্সর

সেকেন্ডারি ক্যামেরা ৫ মেগাপিক্সেল, এফ/২.০
সেন্সর ফিঙ্গারপ্রিন্ট (রেয়ার মাউন্টেড), অ্যাক্সিলেরোমিটার, জাইরো, প্রক্সিমিটি, কম্পাস
ব্যাটারি ৪০০০ মিলি অ্যাম্পেয়ার ব্যাটারি 
মূল্য ১৪,৯৯৯ টাকা

 

এ২ লাইট এর হালকা ওজনের জন্য জনপ্রিয়তা পেয়েছে। এর নচ ডিসপ্লে ও ৩/৩২ জিবি ভার্সনের ফোনটির দাম রাখা হচ্ছে আনুমানিক ১৪,৯৯৯ টাকা। তবে যদি আপনি ইন্টারনাল মেমোরি ৪/৬৪ জিবি পেতে চান তবে ফোনটির জন্য খরচ করতে হবে ১৮,৯৯৯ টাকা। ফোনের পেছনের মেটাল ফিনিশিং ব্যবহারকারীদের প্রিমিয়াম অনুভূতি দিয়ে থাকে।

তবে যদি অ্যান্ড্রয়েড ওয়ান এর ইন্টারফেস আপনার জন্য উপযুক্ত না হয় তবে আপনি বেছে নিতে পারেন শাওমি রেডমি ৬ প্রো যেটি ফিচারের দিক দিয়ে এই মডেলের প্রায় কাছাকাছি ধরনের। এই মডেলটিতে কাস্টমাইজেশনের নানা সুযোগ রয়েছে ও এর মূল্য ধরা হয়েছে আনুমানিক ১৪,৭০০ টাকা।

শাওমি রেডমি নোট ৭

শাওমি রেডমি নোট ৭ কিনুন

২০১৯ এর শুরুতে ফোনটি মুক্তির পর ইতিমধ্যেই এ বছরের বেস্টসেলার ফোনের তকমা পেয়েছে এই ফোনটি। ফোনটির র‍্যাম ও ইন্টারনাল মেমোরি ভেদে এর নানা ধরন রয়েছে তবে ফোনটির প্রধাণ ফিচারগুলো একই থাকছে।

চলুন চোখ বুলিয়ে নেই ফোনটির ফিচারগুলোতেঃ

বিবরণ
নেটওয়ার্ক সিম হাইব্রিড ডুয়েল সিম (ন্যানো সিম, ডুয়েল স্ট্যান্ড বাই)
বডি ডাইমেনশনস ১৫৯.২ x ৭৫.২ x ৮.১ মিমি (৬.২৭ x ২.৯৬ x ০.৩২ ইঞ্চি)
ডিসপ্লের ধরন আইপিএস এলসিডি ক্যাপাসিটিভ টাচস্ক্রিন, ১৬ মি. কালারস
ডিসপ্লের আকার ৬.৩ ইঞ্চি, ৯৭.৪ সিএম২
ডিসপ্লের রেজ্যুলেশন ১০৮০ x ২৩৪০ পিক্সেল, ১৯ঃ৫ঃ৯ অনুপাত
অপারেটিং সিস্টেম (ওএস) অ্যান্ড্রয়েড
ওএস ভার্সন ৯.০ (পাই)
সিপিইউ অক্টা-কোর
জিপিইউ এডরেনো ৫১২
চিপসেট কুয়ালকম এসডিএম৬৬০ স্ন্যাপড্রাগন ৬৬০
ইন্টারনাল মেমোরি ৩২ জিবি, ৬৪ জিবি, ১২৮ জিবি
এক্সটার্নাল মেমোরি মাইক্রোএসডি, ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে (সিম স্লট ২ এর স্থানে ব্যবহার করা যাবে)
র‍্যাম ৩ জিবি, ৪ জিবি, ৬ জিবি
প্রাথমিক ক্যামেরা ডুয়েল ঃ ৪৮ মেগা পিক্সেল, এফ/১.৮, ১/২

৫ মেগা পিক্সেল, এফ/২.৪, ডেপথ সেন্সর

সেকেন্ডারি ক্যামেরা ১৩ মেগা পিক্সেল
সেন্সরস ফিঙ্গারপ্রিন্ট (রেয়ার মাউন্টেড), অ্যাক্সিলেরোমিটার, জাইরো, প্রক্সিমিটি, কম্পাস
ব্যাটারি ৪০০০ মিলি অ্যাম্পেয়ার ব্যাটারি
মূল্য ১৭,৯৯৯ টাকা

 

মডেলটির বিকল্প হিসেবে রয়েছে নোট ৭এস, নোট ৭ প্রো এবং র‍্যাম ও ইন্টারনাল মেমোরির তারতম্য ভেদে নোট ৭ নিজেই। অন্যান্য মডেল থেকে এই ফোনটির ব্যতিক্রম দিক এর অনন্য স্পিড। নোট ৭ প্রো এর প্রসেসিং স্পিড নোট ৭এস থেকে অনেক বেশি। নোট ৭ এর অনান্য ফিচারগুলো অবশ্য রেডমি সিরিজের অন্যান্য ফোনগুলোর মতই। ক্যামেরার মান হচ্ছে এর মূল আকর্ষণ। এর পেছনের ক্যামেরাটি ৪৮ মেগাপিক্সেলের যা মোবাইল ফটোগ্রাফারদের ছবি তোমার তৃষ্ণা মেটাবে। স্বল্প আলো ও নাইট মোডে ছবি তোলার জন্য দূর্দান্ত ফোন এটি।  

শাওমি রেডমি ওয়াই৩

শাওমি রেডমি ওয়াই৩ কিনুন

মসৃণ ও চকচকে ফিনিশিং এর এই ফোনটি ব্যবহারকারীদের দিচ্ছে একটি মার্জিত অনুভূতি। চলুন জেনে আসা যাক কি রয়েছে এই ফোনটিতেঃ

বিবরণ
নেটওয়ার্ক সিম ডুয়েল সিম (ন্যানো সিম, ডুয়েল স্ট্যান্ড বাই)
বডি ডাইমেনশনস ১৫৮.৭ x ৭৫.৬ x ৮.৫ মিমি (৬.২৫ x ২.৯৮ x ০.৩৩ ইঞ্চি)
ডিসপ্লের ধরন আইপিএস এলসিডি ক্যাপাসিটিভ টাচস্ক্রিন, ১৬ মি. কালারস
ডিসপ্লের আকার ৬.২৬ ইঞ্চি, ৯৭.৮ সিএম২
ডিসপ্লের রেজ্যুলেশন ৭২০ x ১৫২০ পিক্সেল, ১৯ঃ৯ অনুপাত
অপারেটিং সিস্টেম (ওএস) অ্যান্ড্রয়েড
ওএস ভার্সন ৯.০ (পাই)
সিপিইউ অক্টা-কোর
জিপিইউ এডরেনো ৫০৬
চিপসেট কুয়ালকম এসডিএম৬৩২ স্ন্যাপড্রাগন ৬৩২
ইন্টারনাল মেমোরি ৩২ জিবি, ৬৪ জিবি
এক্সটার্নাল মেমোরি মাইক্রোএসডি, ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে (ডেডিকেটেড স্লট)
র‍্যাম ৩ জিবি, ৪ জিবি
প্রাথমিক ক্যামেরা ডুয়েল ১২ মেগা পিক্সেল

২ মেগা পিক্সেল, ডেপথ সেন্সর

সেকেন্ডারি ক্যামেরা ৩২ মেগা পিক্সেল
সেন্সর ফিঙ্গারপ্রিন্ট (রেয়ার মাউন্টেড), অ্যাক্সিলেরোমিটার, জাইরো, প্রক্সিমিটি, কম্পাস
ব্যাটারি ৪০০০ মিলি অ্যাম্পেয়ার ব্যাটারি 
মূল্য ১৫,৯৯৯ টাকা

 

সেলফিপ্রেমী ও মোবাইল ফটোগ্রাফারদের জন্য উক্ত ফোনটি আদর্শ। এটির মূল্যও হাতের নাগালে, মাত্র ১৫,৯৯৯ টাকা।

শাওমি রেডমি ৭এ

শাওমি রেডমি ৭এ কিনুন

রেডমি ৭এ একটি নচ বিবর্জিত বাজেট ফোন। চলুন জেনে নেই কি রয়েছে এই ফোনটিতেঃ

বিবরণ
নেটওয়ার্ক সিম ডুয়েল সিম (ন্যানো সিম, ডুয়েল স্ট্যান্ড বাই)
বডি ডাইমেনশনস ১৪৬.৩ x ৭০.৪ x ৯.৬ মিমি (৫.৭৬ x ২.৭৭ x ০.৩৮ ইঞ্চি)
ডিসপ্লের ধরন আইপিএস এলসিডি ক্যাপাসিটিভ টাচস্ক্রিন, ১৬ মি. কালারস
ডিসপ্লের আকার ৫.৪৫ ইঞ্চি, ৭৬.৭ সিএম২
ডিসপ্লের রেজ্যুলেশন ৭২০ x ১৪৪০ পিক্সেল, ১৮ঃ৯ অনুপাত
অপারেটিং সিস্টেম (ওএস) অ্যান্ড্রয়েড
ওএস ভার্সন ৯.০ (পাই)
সিপিইউ এডরেনো ৫০৫
জিপিইউ অক্টা-কোরএডরেনো ৫০৫
চিপসেট কুয়ালকম এসডিএম৪৩৯ স্ন্যাপড্রাগন ৪৩৯
ইন্টারনাল মেমোরি ১৬ জিবি, ৩২ জিবি
এক্সটার্নাল মেমোরি মাইক্রোএসডি, ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে (ডেডিকেটেড স্লট)
র‍্যাম ২ জিবি, ৩ জিবি
প্রাথমিক ক্যামেরা ১৩ মেগাপিক্সেল অথবা ১২ মেগাপিক্সেল
সেকেন্ডারি ক্যামেরা ৫ মেগাপিক্সেল
ব্যাটারি ৪০০০ মিলি অ্যাম্পেয়ার ব্যাটারি 
মূল্য ১১,৯৯০ টাকা

শাওমি রেডমি গো 

শাওমি রেডমি গো  কিনুন

শাওমি রেডমি গো – রেডমি সিরিজের অন্যতম জনপ্রিয় একটি মডেল যা তৈরি হয়েছে আদর্শ মাপে ও কম্প্যাক্ট ডিজাইনে। নতুন ফোনগুলোতে যেখানে বড় আকারের জন্য হাতে ধরায় অসুবিধা হয়ে থাকে, সেখানে এই ফোনটির মাপ স্বাভাবিকভাবে হাতে ধরে কাজ করার জন্য আদর্শ। 

ঝটপট জেনে আসা যাক কি রয়েছে ফোনটির ভেতরেঃ

বিবরণ
নেটওয়ার্ক সিম ডুয়েল সিম 
বডি ডাইমেনশনস ১৪০.৪ x ৭০.১ x ৮.৪ মিমি (৫.৫৩ x ২.৭৬ x ০.৩৩ ইঞ্চি)
ডিসপ্লের ধরন আইপিএস এলসিডি ক্যাপাসিটিভ টাচস্ক্রিন, ১৬ মি. কালারস
ডিসপ্লের আকার ৫.০ ইঞ্চি, ৬৮.৯ সিএম২

 

ডিসপ্লের রেজ্যুলেশন ৭২০ x ১২৮০ পিক্সেল, ১৬ঃ৯ অনুপাত
অপারেটিং সিস্টেম (ওএস) অ্যান্ড্রয়েড
ওএস ভার্সন ৮.১ ওরিও (গো এডিশন)
সিপিইউ কোয়াড-কোর ১.৪ গিগা হার্জ কোর্টেক্স-এ৫৩
জিপিইউ এডরেনো ৩০৮
চিপসেট কুয়ালকম এসডিএম৮৯১৭ স্ন্যাপড্রাগন ৪২৫
ইন্টারনাল মেমোরি ৮ জিবি
এক্সটার্নাল মেমোরি মাইক্রোএসডি, ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে (ডেডিকেটেড স্লট)
র‍্যাম ১ জিবি
প্রাথমিক ক্যামেরা ৮ মেগা পিক্সেল, এফ/২.০, ১.১২ মাইক্রোমিটার, এএফ
সেকেন্ডারি ক্যামেরা ৫ মেগা পিক্সেল, এফ/২.২, ১.১২ মাইক্রোমিটার
ব্যাটারি ৩০০০ মিলি অ্যাম্পেয়ার ব্যাটারি 
মূল্য ৬,৯৯০ টাকা

 

এটি নিঃসন্দেহে একটি বাজেট বান্ধব স্মার্টফোন। যারা ছোট সাইজের ফোন ব্যবহারে স্বাচ্ছন্দ্যবোধ করেন তাদের জন্য আদর্শ এ ফোনটি। আপনি যদি অল্প দামে সাদামাটা একটি স্মার্টফোন কিনতে চান তবে পছন্দের তালিকায় শুরুতেই রাখতে পারেন শাওমি রেডমি গো- মডেলটিকে। 

তো, এবার কোন ফোনটি ব্যবহারের সিদ্ধান্ত নিলেন?

আর্টিকেলটিতে উল্লেখিত প্রতিটি ফোনেরই কিছু অনন্য ফিচার রয়েছে। তবে শেষমেশ আপনি কোন মডেলের ফোনে থিতু হবেন সে সিদ্ধান্তের ভার পুরোপুরি আপনার নিজের।  

আশা করছি আর্টিকেলটিতে শাওমি ব্র্যান্ডের কিছু প্রধাণ মডেলের বিস্তারিত আলোচনা হয়েছে যা ফোন ক্রয়ের সিদ্ধান্তের আগে আপনার তথ্যভাণ্ডারকে কিছুটা হলেও সমৃদ্ধ করেছে। এছাড়া আরো বিকল্প পেতে ভিজিট করুন Bikroy.com ও খুঁজে নিন নতুন ও ব্যবহৃত শাওমি ফোন! এছাড়াও এখান থেকে মোবাইল এর দাম ও যাচাই করে নিতে পারেন।  

Facebook Comments
সাবস্ক্রাইব করুন

No spam guarantee.

Show More

Md. Altamis Nabil

ডিজিটাল সার্ভিস বিশেষজ্ঞ | লেখক, কলামিস্ট ও স্বাধীন চলচ্চিত্রকার কন্টেন্ট লেখক, বিক্রয়.কম অতিথি লেখক, ভোরের কাগজ ও বাংলানিউজ২৪.কম প্রকাশিত গ্রন্থঃ মহারাজা তোমারে সেলাম (২০১৯)

Related Articles

Back to top button
Close
Close