Bikroy আপডেটচাকরি

Bikroy.com/Jobs – নতুন এবং আরও উন্নত চাকরির প্ল্যাটফর্ম

 

মাসে ২৫ লক্ষেরও এর বেশি ওয়েবসাইট ভিজিটর এবং দেশের দ্বিতীয় সেরা চাকরির প্ল্যাটফর্ম নিয়ে সত্যিকার অর্থেই Bikroy বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেটপ্লেস। Bikroy.com/Jobs এর চাকরির বিজ্ঞাপনগুলোতে প্রতি মাসে ৫ লক্ষেরও বেশি আবেদন জমা হয়। এই প্লাটফর্মে সব ধরনের চাকরির বিজ্ঞাপন গুলোকেই প্রাধান্য দেয়া হয়ে থাকে, বিশেষ করে সাপোর্ট স্টাফ, এন্ট্রি লেভেল এবং বিভিন্ন রকম পেশার চাকরি প্রার্থী নিয়োগ দেয়ার ক্ষেত্রে এই প্লাটফর্মটি অনবদ্য। এছাড়াও ফেইসবুক, ইউটিউব এবং গুগলের পর Bikroy বাংলাদেশের চতুর্থ বহুল পরিচিত অনলাইন ব্র্যান্ড*।

*সূত্রঃ কান্তার মিলওয়ার্ড ব্রাউন, এপ্রিল, ২০১৭

Bikroy.com/Jobs নিয়ে এসেছে নতুন এবং আরও উন্নত প্ল্যাটফর্ম

Bikroy.com/Jobs প্ল্যাটফর্ম টি এখন বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে নতুন এবং উন্নত সেবা নিয়ে এসেছে। নিয়োগকারীগণ এখন আরও দ্রুত এবং সহজে যোগ্য প্রার্থীদের খুঁজে পাবেন।

Bikroy.com/Jobs প্ল্যাটফর্মে নতুন যা আছেঃ

  • এমপ্লয়ার ড্যাশবোর্ডে এক নজরেই সকল আবেদনকারীদের দেখতে পারবেন
  • যোগ্য প্রার্থী খুঁজে পেতে ইমেইলে আর হাজার হাজার সিভি দেখার দরকার নেই
  • যোগ্য প্রার্থীদের খুব দ্রুত এবং সহজে শর্টলিস্ট করে সিদ্ধান্ত নিতে পারবেন
  • অপ্রাসঙ্গিক আবেদন গুলো ফিল্টার করা যাবে খুব সহজে

মেম্বারশিপের সুবিধাঃ
বিশ্বমানের চাকরির প্ল্যাটফর্ম Bikroy.com/Jobs  এর সুবিধা গ্রহণ করতে যেকোনো প্রতিষ্ঠান তাদের সুবিধামত বিজনেস প্লাস অথবা প্রিমিয়াম মেম্বারশিপে সাবস্ক্রাইব করে উক্ত প্রতিষ্ঠানের কর্মী নিয়োগের খরচ ৯০% পর্যন্ত কমিয়ে আনতে পারবেন। Bikroy তার সম্মানিত মেম্বারদের মার্কেটের সবচেয়ে সাশ্রয়ী দাম অফার করছে এবং বিনামূল্যে প্রিমিয়াম লিস্টিং এর সুবিধা দিচ্ছে। এছাড়াও নিম্নোক্ত সুবিধা গুলো পাওয়া যাবেঃ

  • Bikroy.com এ নিজস্ব কাস্টমাইজড পেইজ
  • Bikroy.com এ থাকবে প্রতিষ্ঠানের জন্য পছন্দমত একটি নিজস্ব লিংক
  • মেম্বারশিপের মাধ্যমে আরও বেশি চাকরির বিজ্ঞাপন পোস্ট করার সুবিধা

আপনার প্রতিষ্ঠানের জন্য স্বল্প খরচে যোগ্য প্রার্থী খুঁজে নিতে Bikroy এর মেম্বারশিপের সুবিধাটি গ্রহন করতে এবং বিস্তারিত জানতে ভিজিট করুনঃ Bikroy.com/Jobs অথবা ইমেইল/ফোন করুনঃ [email protected], ০৯৬১৩ ৫৫৫ ৪৪৪

Facebook Comments
সাবস্ক্রাইব করুন

No spam guarantee.

Show More

Related Articles

Back to top button
Close
Close