টপ ও বেস্টমোবাইল

১৫,০০০ টাকার মধ্যে ২০২২ সালের সেরা ৫টি অফিসিয়াল স্মার্টফোন

বর্তমানে বাংলাদেশের স্মার্টফোনের বাজার নতুন স্মার্টফোন মডেল, হাই-এন্ড স্পেসিফিকেশন, শক্তিশালী প্রসেসর এবং ক্যামেরায় স্বয়ংসম্পূর্ণ। পাশাপাশি স্মার্টফোন প্রেমীদের জন্য সুসংবাদটি হল ক্রমবর্ধমান প্রতিযোগিতার সাথে স্মার্টফোনের দামও নিম্নমুখী।

প্রায় দুই দশক আগেও মোবাইল ফোনকে উন্নত যোগাযোগের একটি মাধ্যম হিসাবে বিবেচনা করা হত এবং দামও ছিল বেশ চড়া। তবে আজকের দিনে পরিস্থিতি ব্যাপকভাবে পরিবর্তিত হয়েছে, স্মার্টফোন যেমন আমাদের নিত্যদিনের সঙ্গী তেমনি নানান দামে বাজারে উপলব্ধ এসব স্মার্টফোন। 

আপনি যদি এমন একটি ডিভাইসের খোঁজে থাকেন যা আপনার সকল চাহিদা পূরণ করবে বা কাউকে উপহার দেওয়ার কথা ভেবে থাকেন, তাহলে- বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেটপ্লেস – বিক্রয় ডট কম – এর পক্ষ থেকে আজকের লেখায় আমরা ১৫,০০০ টাকার মধ্যে কেনা যেতে পারে এমন ৫টি অফিসিয়াল স্মার্টফোনের একটি তালিকা তৈরি করেছে।

১৫,০০০ টাকার মধ্যে সেরা ৫টি স্মার্টফোনের তালিকা

ব্র্যান্ড১৫,০০০ টাকার মধ্যে স্মার্টফোনবাংলাদেশী টাকায় মূল্য
ইনফিনিক্সস্মার্ট ৬১০,৬৯০
শাওমিরেডমি ৯ অ্যাক্টিভ১৩,০০০ (৪/৬৪ জিবি), ১৫,৯৯৯ (৬/১২৮ জিবি) 
ইনফিনিক্স হট ১১ প্লে১১,৯৯০ (৪/৬৪ জিবি), ১২,৪৯০ (৪/১২৮ জিবি)
রিয়েলমিনারযো ৫০আই১০,৯৯০
ভিভোওয়াই ১৫এস (২০২১) ১১,৯৯০
১৫,০০০ টাকার মধ্যে সেরা ৫টি স্মার্টফোন

১৫,০০০ টাকার মধ্যে ৫টি স্মার্টফোন

মোবাইল ফোন আমাদের সকলের জন্য বেশ অপরিহার্য হয়ে উঠেছে। প্রতিষ্ঠানের সিইও হোক কিংবা কর্মী, প্রায় প্রত্যেকেরই প্রয়োজন একটি মোবাইল ফোন। আপনার পছন্দসই বাজেটের মধ্যে ফোন খুঁজে নিতে এখানে আমরা ১৫,০০০ টাকার মধ্যে সেরা ৫টি মোবাইল ফোনের বিস্তারিত তুলে ধরেছি।

১. ইনফিনিক্স স্মার্ট ৬

ইনফিনিক্স স্মার্ট ৬
ইনফিনিক্স স্মার্ট ৬

ইনফিনিক্স স্মার্ট ৬ স্মার্টফোনটি ২০২১ সালের অক্টোবর মাসে লঞ্চ করা হয়েছিলোো। বর্তমানে ডিভাইসটি ২/৩২ জিবি র‍্যাম ও ইন্টারনাল স্টোরেজ সহ বাজারে পাওয়া যাবে। এছাড়াও, ইনফিনিক্স স্মার্ট ৬ অ্যান্ড্রয়েড ১১ (‘গো’ সংস্করণ) এ চালিত এবং এতে দেওয়া হয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি।

ইনফিনিক্স স্মার্ট ৬-এর কিছু বৈশিষ্ট্যঃ

র‍্যাম২ জিবি
স্টোরেজ৩২ জিবি
সেলফি ক্যামেরা ৫ মেগাপিক্সেল
রিয়ার ক্যামেরা৮ মেগাপিক্সেল + ০.৮ মেগাপিক্সেল (ডেপথ)
ডিসপ্লে৬.৬ ইঞ্চি
ব্যাটারি৫০০০ এমএএইচ
প্রসেসরইউনিসক এসসি৯৮৬৩এ
ইনফিনিক্স স্মার্ট ৬-এর কিছু বৈশিষ্ট্য

ইনফিনিক্স স্মার্ট ৬-এর দামঃ বর্তমানে দেশের বাজারে ইনফিনিক্স স্মার্ট ৬ পাওয়া যাবে ১০,৬৯০ টাকায়।

২. রেডমি ৯ অ্যাক্টিভ

রেডমি ৯ অ্যাক্টিভ
রেডমি ৯ অ্যাক্টিভ

রেডমি ৯ অ্যাক্টিভ স্মার্টফোনটি ২০২১ সালের সেপ্টেম্বর মাসে বাজারে লঞ্চ করা হয়েছিলো। বর্তমানে এই শাওমি ডিভাইসটির দুটি ভিন্ন সংস্করণ বাজারে পাওয়া যাচ্ছে – ৪/৬৪ জিবি এবং ৬/১২৮ জিবি। রেডমি ৯ অ্যাক্টিভ অ্যান্ড্রয়েড ১০ চালিত এবং এতে ব্যবহার করা হয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি। এছাড়াও ফোনটির আকর্ষণীয় বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটি হলো ফাস্ট চার্জিং সুবিধা।

রেডমি ৯ অ্যাক্টিভ-এর কিছু বৈশিষ্ট্যঃ

র‍্যাম৪/৬ জিবি
স্টোরেজ৬৪/১২৮ জিবি
সেলফি ক্যামেরা ৫ মেগাপিক্সেল
রিয়ার ক্যামেরা১৩ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল (ডেপথ)
ডিসপ্লে৬.৫৩ ইঞ্চি
ব্যাটারি৫০০০ এমএএইচ
প্রসেসরমিডিয়াটেক এমটি৬৭৬৫জি হেলিও জি৩৫
রেডমি ৯ অ্যাক্টিভ-এর কিছু বৈশিষ্ট্য

রেডমি ৯ অ্যাক্টিভ-এর দামঃ বর্তমানে দেশের বাজারে রেডমি ৯ অ্যাক্টিভ পাওয়া যাবে ১৩,০০০ টাকা (৪/৬৪ জিবি), ও ১৫,৯৯৯ টাকায় (৬/১২৮ জিবি)।

৩. ইনফিনিক্স হট ১১ প্লে

ইনফিনিক্স হট ১১ প্লে
ইনফিনিক্স হট ১১ প্লে

ইনফিনিক্স হট ১১ প্লে স্মার্টফোনটি ২০২১ সালের নভেম্বর মাসে লঞ্চ করা হয়েছিলো। এই ইনফিনিক্স ডিভাইসটি দুটি ভিন্ন স্টোরেজ সিস্টেম ভ্যারিয়েন্টে বাজারে উপলব্ধ – ৬৪ জিবি এবং ১২৮ জিবি। এছাড়াও, ইনফিনিক্স হট ১১ প্লে অ্যান্ড্রয়েড ১১ চালিত এবং এতে ব্যবহার করা হয়েছে ৬০০০ এমএএইচ ব্যাটারি।

ব্যবহারকারীরা কেনার সময়ে ফোনটির চারটি রং থেকে যেকোনো একটি বেছে নিতে পারবেন, যেগুলো হলো – এক্সপ্লোরেটরি ব্লু, হেজ গ্রিন, পোলার ব্ল্যাক এবং সানসেট গোল্ড।

ইনফিনিক্স হট ১১ প্লে-এর কিছু বৈশিষ্ট্যঃ

র‍্যাম৪ জিবি
স্টোরেজ৬৪/১২৮ জিবি
সেলফি ক্যামেরা ৮ মেগাপিক্সেল
রিয়ার ক্যামেরা১৩ মেগাপিক্সেল + অনুল্লেখ্য সেকেন্ডারি ক্যামেরা
ডিসপ্লে৬.৮২ ইঞ্চি
ব্যাটারি৬০০০ এমএএইচ
প্রসেসরমিডিয়াটেক এমটি৬৭৬৫জি হেলিও জি৩৫
ইনফিনিক্স হট ১১ প্লে-এর কিছু বৈশিষ্ট্য

ইনফিনিক্স হট ১১ প্লে-এর দামঃ বর্তমানে দেশের বাজারে ইনফিনিক্স হট ১১ প্লে পাওয়া যাবে ১১,৯৯০ টাকা (৪/৬৪ জিবি), ও ১২,৪৯০ টাকায় (৪/১২৮ জিবি)।

৪. রিয়েলমি নারযো ৫০আই

রিয়েলমি নারযো ৫০আই
রিয়েলমি নারযো ৫০আই

সাশ্রয়ী ফোন খুঁজছেন? রিয়েলমি নারযো ৫০আই স্মার্টফোনটি ২০২১ সালের সেপ্টেম্বর মাসে লঞ্চ করা হয়েছিলো। বর্তমানে এই ডিভাইসটির দুটি ভিন্ন সংস্করণ বাজারে পাওয়া যাচ্ছে – ২/৩২ জিবি এবং ৪/৬৪ জিবি। রিয়েলমি নারযো ৫০আই অ্যান্ড্রয়েড ১১ চালিত এবং এতে ব্যবহার করা হয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি।

ব্যবহারকারীরা কেনার সময়ে এই ফোনের দুটি ভিন্ন রং থেকে একটি বেছে নিতে পারবেন যেগুলো হলো – মিন্ট গ্রিন এবং কার্বন ব্ল্যাক।

রিয়েলমি নারযো ৫০আই-এর কিছু বৈশিষ্ট্যঃ

র‍্যাম২/৪ জিবি
স্টোরেজ৩২/৬৪ জিবি
সেলফি ক্যামেরা ৫ মেগাপিক্সেল
রিয়ার ক্যামেরা৮ মেগাপিক্সেল
ডিসপ্লে৬.৫ ইঞ্চি
ব্যাটারি৫০০০ এমএএইচ
প্রসেসরঅক্টা-কোর ১.৬ গিগাহার্য
রিয়েলমি নারযো ৫০আই-এর কিছু বৈশিষ্ট্য

রিয়েলমি নারযো ৫০আই-এর দামঃ বর্তমানে দেশের বাজারে রিয়েলমি নারযো ৫০আই পাওয়া যাবে ১০,৯৯০ টাকায়।

৫. ভিভো ওয়াই ১৫এস (২০২১)

ভিভো ওয়াই ১৫এস (২০২১)
ভিভো ওয়াই ১৫এস (২০২১)

ভিভো ওয়াই ১৫এস (২০২১) স্মার্টফোনটি ২০২১ সালের নভেম্বর মাসে লঞ্চ করা হয়েছিলো এবং এটিকে ভিভো-এর সেরা বাজেট ফোনগুলোর মধ্যে একটি হিসাবে ধরা হয়ে থাকে৷ এই ভিভো ফোনটি বাজারে শুধুমাত্র সিঙ্গেল ৩/৩২ জিবি সংস্করণেই পাওয়া যাবে। ভিভো ওয়াই ১৫এস (২০২১) অ্যান্ড্রয়েড ১১ (‘গো’ সংস্করণ) চালিত এবং এতে ব্যবহার করা হয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি।

স্মার্টফোনটি দুটি রং-এবাজারে পাওয়া যাচ্ছে – মিস্টিক ব্লু এবং ওয়েভ গ্রিন।

ভিভো ওয়াই ১৫এস-এর কিছু বৈশিষ্ট্যঃ

র‍্যাম৩ জিবি
স্টোরেজ৩২ জিবি
সেলফি ক্যামেরা ৮ মেগাপিক্সেল
রিয়ার ক্যামেরা১৩ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল
ডিসপ্লে৬.৫১ ইঞ্চি
ব্যাটারি৫০০০ এমএএইচ
প্রসেসরমিডিয়াটেক এমটি৬৭৬৫জি হেলিও পি৩৫
ভিভো ওয়াই ১৫এস-এর কিছু বৈশিষ্ট্য

ভিভো ওয়াই ১৫এস (২০২১)-এর দামঃ বর্তমানে দেশের বাজারে ভিভো ওয়াই ১৫এস (২০২১) পাওয়া যাবে ১১,৯৯০ টাকায়।

শেষ কথা

উপরে উল্লেখিত কয়েকটি স্মার্টফোন ৪জি নেটওয়ার্ক সমর্থন করে না, সুতরাং কেনার পূর্বে নিশ্চিত হয়ে নিন। এছাড়াও আপনি যদি ২০২২ সালের সেরা স্মার্টফোন কেনার কথা ভেবে থাকেন, তাহলে আপনাকে আপনার বাজেটও বাড়াতে হতে পারে।

আপনি স্মার্টফোন ব্যবহার করে ভিডিও গেম খেলতে ভালবাসলে অথবা ফোনের মাধ্যমে ভারী কোনো কাজ করতে চাইলে ফোনের প্রসেসরের ব্যাপারে খেয়াল রাখতে হবে। এই বাজেটে যেসমস্ত স্মার্টফোন পাওয়া যায় তাদের একটি বড় অংশ মিডিয়াটেক প্রসেসরে চালিত। তবে আমাদের ধারণা এই প্রসেসরটি আপনাদের চাহিদা পূরণে সক্ষম হবে। 

আমরা আশা করি ১৫,০০০ টাকার মধ্যে সেরা ৫টি অফিসিয়াল স্মার্টফোনের এই তালিকাটি আপনাকে এই নতুন বছরে আপনার পছন্দসই ডিভাইস খুঁজে পেতে সাহায্য করবে। 

বর্তমান স্মার্টফোন ট্রেন্ড এবং বাংলাদেশে স্মার্টফোনের বাজার সম্পর্কে আরও জানতে চোখ রাখুন বিক্রয় ডট কম-এ।

হ্যাপি শপিং!

বিক্রির জন্য মোবাইল in Dhakaবিক্রির জন্য মোবাইল in Chattogram
বিক্রির জন্য মোবাইল in Dhaka Divisionবিক্রির জন্য মোবাইল in Khulna Division
বিক্রির জন্য মোবাইল in Sylhetবিক্রির জন্য মোবাইল in Chattogram Division
Facebook Comments
সাবস্ক্রাইব করুন

No spam guarantee.

Show More

Related Articles

Back to top button
Close
Close