নতুন মোটরসাইকেল কেনার আগে যে যে বিষয় লক্ষ রাখা উচিত
বর্তমানে যানজটের শহরে মোটরসাইকেল যেন এক বিশ্বস্ততার জায়গা দখল করে নিয়েছে। দূরবর্তী হোক বা নিকটবর্তী, মানুষ যাতায়াতের জন্য এখন আগের চেয়ে বেশি বাইকের প্রতি নির্ভরশীল হয়ে পড়েছে। মোটরসাইকেল আমাদের সকলেরই শখের এবং প্রয়োজনের একটি বাহন। বর্তমানে বাইক কেনার নতুন মোটরসাইকেল কেনার সময় কিছু বিষয়ে লক্ষ রাখতে হয়, এবং কিছু গুরুত্বপূর্ন সিদ্ধান্ত নিতে হয়। আজকে আমরা নতুন মোটরসাইকেল কেনার আগে করনীয় সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করবো। নতুন মোটরসাইকেল কেনার আগে যে যে বিষয়ে মনোযোগ দেওয়া উচিত সেগুলো নিম্নে দেওয়া হলঃ
বাজেট নির্ধারন
মোটরসাইকেল কেনার আগে প্রথমেই নির্ধারণ করুন আপনার বাজেট। বাজারের দিকে লক্ষ রাখুন। বাইকের ফিচার, মূল্য নিয়ে যথাসম্ভব আপডেটেড থাকুন। এতে করে বাইক কেনা আপনার জন্য সহজতর এবং লাভজনক হবে। বর্তমানে বাজারে সাশ্রয়ী মূল্যেও ভাল বাইক পাওয়া যায়। আবার অনেকে পুরাতন বাইক কিনে থাকেন। তাই কেনার আগে অবশ্যই বাজেট বিবেচনায় রাখুন। সেই সাথে বিবেচনায় রাখুন বাইক আসলে আপনার এখন কেন প্রয়োজন। বাইক সেভাবেই বাছাই করুন।
ব্র্যান্ড নির্বাচন
মোটরসাইকেল কেনার সময় কোন ব্র্যান্ডের মোটরসাইকেল কিনবেন এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া অনেক গুরুত্বপূর্ণ। এই বিষয়ে আপনি আপনার পরিবার বা বন্ধু মহলে বা পরিচিতদের মধ্যে যাদের বাইক আছে তাদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন। নতুন মোটরসাইকেল কেনার ক্ষেত্রে সর্বদা নির্ভরযোগ্য এবং সুপরিচিত ব্র্যান্ডের মোটরসাইকেলের উপর গুরুত্ব দিলে ভাল হয়। এতে গাড়ি বিষয়ক সব কিছু সমাধান করা সহজ হয়।
নতুন মোটরসাইকেল কেনার আগে শোরুমের পরীক্ষা
মোটরসাইকেল কেনার ক্ষেত্রে শো রুম একটি গুরুত্বপূর্ণ বিষয়। সাধারণত শো-রুম থেকে নতুন মোটরসাইকেল কেনার সময় শো-রুমের লোকেরাই বাইকটি যাচাই করে থাকে। বাইকের কোথাও কোন দাগ বা ফাটা আছে কিনা, মিটার, হেড লাইট, ইন্ডিকেটর ইত্যাদি ঠিক আছে কিনা দেখে নেয়া উচিত। বাইকের সাথে টুলস,সার্ভিস বই, ম্যানুয়াল এবং এক্সট্রা চাবি সব কিছু বুঝে নিন। যেসব জায়গায় বাইকের ইঞ্জিন ও চেসিস নাম্বার লেখা হয় নিজে মিলিয়ে নিন। রেজিস্ট্রেশন এর সময় চেসিস নাম্বার সবচেয়ে জরুরী।
নতুন মোটরসাইকেল রেজিস্ট্রেশন করুন
রেজিস্ট্রেশন ছাড়া বাইক চালানো বেআইনী । একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে সবারই উচিত কেনার সাথে সাথেই নতুন বাইকের রেজিস্ট্রেশন করে ফেলা। সাধারণত দুই উপায়ে মোটরসাইকেল এর রেজিস্ট্রেশন করা যায় – শোরুম থেকেও রেজিস্ট্রেশন করা যায় আবার বিআরটিএতে গিয়েও রেজিস্ট্রেশন করা যায়। শো রুম থেকে রেজিস্ট্রেশন করালে টাকা এক্সট্রা পে করতে হয় অনেক সময়।
শোরুমে গিয়ে টেস্ট ড্রাইভ নিন
আপনার পছন্দ করা বাইকের উপর একতা টেস্ট ড্রাইভ চালান। বাইক আপনার পরিচিতিদের মধ্যে না থাকলে শো রুমে গিয়ে টেস্ট ড্রাইভ চালান। বাইক যাতে আপনার পারসোনালিটির সাথে যায় , তাই সেভাবেই বাছাই করুন। বাইকটি বাস্তব জীবনে আপনার কেমন কাজে আসতে পারে সেদিক বিবেচনায় রাখুন। শোরুম এ অথরিটির সাথে বলুন যে আপনি সেখান থেকে ১ টা বাইক ১ সপ্তাহের ভেতর কিনবেই , কিন্তু তার জন্য ওই আপনি ৩-৪ টা বাইকের একটা টেস্ট ড্রাইভ দিতে চান । এভাবে আপনি আপনার জন্য যে বাইকটি সবথেকে বেশী ভাল যায় সেগুলো সিলেক্ট করুন । এবার আপনার তালিকাটা ১ বা ২ টিতে নিয়ে আসুন।
মাইলেজের দিকে এত গুরুত্ব দেবেন না
সাধারণত দেখা যায় মানুষই বাইক কেনার আগে মাইলেজের বিষয়টি অত্যধিক নজর দেন । কিন্তু এটা একটা ভুল সিদ্ধান্ত হতে পারে । ভাল মাইলেজ দিলেই যে বাইক এর কোয়ালিটিও ভাল হবে এমনটা সবসময় হয় না । যেমন আপনার বাইকের মাইলেজ যদি এমন যে আপনার ১ মাসে ২৫ লিটার জ্বালানী কিনতে হচ্ছে, তাহলে দেখা গেল , একই দামের একটা বাইক , যার জন্য আপনার জ্বালানী কিনতে হচ্ছে ২০ লিটার । কিন্তু বাইকটির রিসেইল প্রাইস কম ।এক্ষেত্রে মাইলেজের দিকে নজর দিলে আপনার ক্ষতিই হবে । মাইলেজ কম হলেও ভাল ইন্জিনের বাইক কেনার চেষ্টা করুন যেটার রিসেইল প্রাইস বেশী , যেটা ব্রান্ডের বাইকের ক্ষেত্রে বেশী ঘটে থাকে ।হয়ত একারণেই ভাল ইন্জিনের কারণে জ্বালানী একটু বেশী খরচ হয় । আর যদি ভাবেন যে একটা বাইক আপনি সারা জীবন চালাবেন , তখন মাইলেজটাকে মুখ্য হিসেবে ধরা উচিৎ।
বাইক কেনার ক্ষেত্রে নিজের পছন্দ বিবেচনা করুন
আপনার পছন্দের দিকে সবসময়ই বেশী প্রাধান্য দিন । বাইকটার সাথে আপনি কসফোর্ট ফিল করেন সেটাই নিয়ে নিন । বেশী মাইলেজের দিকে না তাকিয়ে আপনার পছন্দের দিকেও একটু তাকান । কারণ , এটা একটা মেন্টাল স্যাটিস্ফেকশনের একটা বিষয়। এই বিষয়ে সতর্ক থাকুন । আপনার কেনা বাইক নিয়ে যেন আপনার কোন অনুতাপ না থাকে । লাইসেন্স, হেলমেট এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস সাথে রাখুন।
উপরিউক্ত বিষয়গুলো নতুন মোটরবাইক কেনার আগে বিষয়গুলো বিবেচনায় রাখুন।