টপ ও বেস্টযানবাহন

বাংলাদেশের সেরা ১০টি দামি গাড়ি

বিআরটিএ (বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ) এর তথ্যানুযায়ী গত দুই দশক ধরে বাংলাদেশ গাড়ির একটি বৃহৎ বাজারে পরিণত হচ্ছে। পাশাপাশি মানুষের আর্থিক সক্ষমতা বাড়ার সাথে পাল্লা দিয়ে বাড়ছে দামি এবং বিলাসবহুল গাড়ির সংখ্যা। 

এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো প্রতিবছর-ই দেশের বাজারে নিয়ে আসছে নিত্যনতুন সব দামি গাড়ি। শক্তিশালী ইঞ্জিন, বিলাসবহুল নানা সংযোজন, এবং অনবদ্য ডিজাইনের এসমস্ত গাড়ির চাহিদাও বাড়ছে প্রতিনিয়ত।  

সচরাচর রাস্তায় দেখতে পাওয়া এসব আকর্ষণীয় ও বিলাসবহুল গাড়ির মধ্যে বাংলাদেশের সেরা ১০ টি গাড়ি নিয়ে সাজানো হয়েছে আজকের আয়োজন।  

দেশের বাজারে সবচেয়ে দামি গাড়ি 

১. বিএমডব্লিউ ৭ সিরিজ ৭৪৫এলই 

রাস্তায় বের হলে যেসমস্ত গাড়ি আমাদের সবার নজর কাড়ে তার মধ্যে বিএমডব্লিউ অন্যতম। নজরকাড়া নকশা, এবং আরামদায়ক রাইডিং এর কথা বলাই বাহুল্য। উপরোক্ত মডেলটি প্রথম বাজারে এসেছিল ২০১৯-এ। এরপর আরো অত্যাধুনিক সুযোগ-সুবিধা নিয়ে আবারো বাজারে পাওয়া যাচ্ছে বিএমডব্লিউ ৭ সিরিজের ৭৪৫এলই মডেলটি। দেখে নিন এই মডেল সম্পর্কিত আরো কিছু তথ্য- 

মাইলেজ১১.৮৬ কিমিঃ/লিটার
ইঞ্জিন সক্ষমতা (সিসি)২৯৯৮
সর্বোচ্চ টর্ক ৪৫০ এনএম@১৩৮০-৫০০০আরপিএম
ট্রান্সমিশনের ধরণঅটোম্যাটিক 
জ্বালানির ধরণ পেট্রোল 
সর্বোচ্চ পাওয়ার ২৮১.৬বিএইচপি@৫০০০-৬০০০আরপিএম 
সিট সংখ্যা 
গাড়ির ধরণ সেডান 
বিএমডব্লিউ ৭ সিরিজ ৭৪৫এলই

বাংলাদেশে বিএমডব্লিউ ৭ সিরিজ ৭৪৫এলই-এর দামঃ দেশের বাজারে বিএমডব্লিউ ৭ সিরিজ ৭৪৫এলই পাওয়া যাবে ১,০২,৭৩,২০০ টাকায়। 

২.ভলভো এস৯০ হাইব্রিড টি৮ ২০২১ 

১৯২৭ সালে সুইডেনে প্রতিষ্ঠা পাওয়া ভলভো একটি প্রিমিয়াম অটোমোবাইল কোম্পানি। ভলভো মূলত চার ধরণের গাড়ি তৈরি করে। যাদের মধ্যে রয়েছেঃ এসইউভি, ক্রসওভার, ওয়াগন, এবং সেডান। বাংলাদেশের রাস্তায় কার এবং দূরপাল্লার বাসের মধ্যে ভলভোর দেখা মেলে। দেশের বাজারে ভলভোর দামি গাড়ির মধ্যে একটি হলো ভলভো এস৯০ হাইব্রিড টি৮ ২০২১। চলুন দেখে নেওয়া যাক ভলভো এস৯০ হাইব্রিড টি৮ ২০২১ গাড়িটির কিছু তথ্যঃ

মাইলেজ১৮ কিমিঃ/লিটার  
ইঞ্জিন সক্ষমতা (সিসি)১৯৬৯ 
সর্বোচ্চ টর্ক ২৯৫ এলবি-এফটি @ ২২০০আরপিএম 
ট্রান্সমিশনের ধরণঅটোম্যাটিক 
জ্বালানির ধরণ পেট্রোল 
সর্বোচ্চ পাওয়ার ৩১৩এইচপি @ ৬০০০আরপিএম 
সিট সংখ্যা 
গাড়ির ধরণ ওয়্যাগন 
ভলভো এস৯০ হাইব্রিড টি৮ ২০২১

বাংলাদেশে ভলভো এস৯০ হাইব্রিড টি৮ ২০২১-এর দামঃ দেশের বাজারে ভলভো এস৯০ হাইব্রিড টি৮ ২০২১ পাওয়া যাবে ৫০,৪৫,০৪০ টাকায়। 

৩. অডি এ৮ হাইব্রিড ২০২১ 

যারা সৌখিন এবং দামি গাড়ি সম্পর্কে খোঁজখবর রাখেন তাদের কাছে অডি সুপরিচিত একটি নাম। অডি জার্মান ভিত্তিক একটি প্রিমিয়ার কার তৈরিকারী প্রতিষ্ঠান। যাদের বানানো এবং নকশা করা গাড়িগুলোর মধ্যে রয়েছেঃ সেডান, কনভার্টিবেলস, এসইউভি, এবং ক্যুপস। দেখে নিন অডির বিখ্যাত “এ” সিরিজের একটি বিলাসবহুল গাড়ি অডি এ৮ হাইব্রিড ২০২১ সম্পর্কেঃ 

মাইলেজ১২ কিমিঃ/লিটার 
ইঞ্জিন সক্ষমতা (সিসি)২৪৯৬
সর্বোচ্চ টর্ক ৩৬৯ এলবি-এফটি @ ১৩৭০আরপিএম 
ট্রান্সমিশনের ধরণঅটোম্যাটিক 
জ্বালানির ধরণ হাইব্রিড 
সর্বোচ্চ পাওয়ার ৩৩৫ এইচপি @ ৫০০০আরপিএম 
সিট সংখ্যা 
গাড়ির ধরণ সেডান 
অডি এ৮ হাইব্রিড ২০২১

বাংলাদেশে অডি এ৮ হাইব্রিড ২০২১-এর দামঃ দেশের বাজারে অডি এ৮ হাইব্রিড ২০২১ পাওয়া যাবে ৮,০৫৫,৬০০ টাকায়। 

৪. মার্সিডিজ এএমজি জিটি সি ২০২১

দেশের রাস্তায় হরহামেশাই বিলাসবহুল যে সমস্ত গাড়ির দেখা মেলে তাদের মধ্যে মার্সিডিজ অন্যতম। আজ আমরা কথা বলছি মার্সিডিজের একটি প্রিমিয়াম গাড়ি মার্সিডিজ এএমজি জিটি সি ২০২১ সম্পর্কে-

মাইলেজ১৫ কিমিঃ/লিটার 
ইঞ্জিন সক্ষমতা (সিসি)৩৯৮২ 
সর্বোচ্চ টর্ক ৫০২ এলবি-এফটি @ ২১০০-৫৫০০আরপিএম 
ট্রান্সমিশনের ধরণঅটোম্যাটিক 
জ্বালানির ধরণ প্রিমিয়াম 
সর্বোচ্চ পাওয়ার ৫৫০ এইচপি @ ৫৭৫০-৬৭৫০আরপিএম 
সিট সংখ্যা 
গাড়ির ধরণ ক্যুপ 
মার্সিডিজ এএমজি জিটি সি ২০২১

বাংলাদেশে মার্সিডিজ এএমজি জিটি সি ২০২১-এর দামঃ দেশের বাজারে মার্সিডিজ এএমজি জিটি সি ২০২১ পাওয়া যাবে ১,২৮,৯৪,০০০ টাকায়।  

৫. ল্যাম্বরগিনি হুরাকান ইভো ২০২১

ল্যাম্বরগিনি সম্পর্কে নুতুন করে বলবার কিছুই নেই। ইতালিয়ান এই প্রিমিয়াম অটোমোবাইল প্রতিষ্ঠান পৃথিবীর বেশিরভাগ মানুষের কাছে কার প্রিমিয়াম সেগমেন্টে প্রথম সারির দিকে অবস্থান করে। জেনে নিন ল্যাম্বরগিনির একটি বিলাসবহুল সেগমেন্ট হুরাকান এর ইভো ২০২১ মডেল সম্পর্কেঃ  

মাইলেজ৭.১৯ কিমিঃ/লিটার 
ইঞ্জিন সক্ষমতা (সিসি)৫২০৪
সর্বোচ্চ টর্ক ৪১৩ এলবি-এফটি @ ৬৫০০আরপিএম 
ট্রান্সমিশনের ধরণঅটোম্যাটিক 
জ্বালানির ধরণ পেট্রোল
সর্বোচ্চ পাওয়ার ৬১০ এইচপি @ ৮০০০আরপিএম
সিট সংখ্যা 
গাড়ির ধরণ স্পোর্টস কার 
ল্যাম্বরগিনি হুরাকান ইভো ২০২১

বাংলাদেশে ল্যাম্বরগিনি হুরাকান ইভো ২০২১-এর দামঃ দেশের বাজারে ল্যাম্বরগিনি হুরাকান ইভো ২০২১ পাওয়া যাবে ১,৭৫,১৯,৮৮০ টাকায়।  

৬. টয়োটা ল্যান্ড ক্রুইজার ২০২১

টয়োটা পৃথিবীর সবচেয়ে বড় এবং সর্বাধিক গাড়ি তৈরির প্রতিষ্ঠান। ১৯৩৭ সালে জাপানে প্রতিষ্ঠিত হওয়া এই কোম্পানির গাড়িই সবচেয়ে বেশি দেখা মেলে আমাদের দেশের রাস্তায়। কথা বলছি টয়োটার একটি প্রিমিয়াম সেগমেন্ট এর গাড়ি টয়োটা ল্যান্ড ক্রুইজার ২০২১ সম্পর্কেঃ 

মাইলেজ১৫ কিমিঃ/লিটার
ইঞ্জিন সক্ষমতা (সিসি)৫৬৬৩
সর্বোচ্চ টর্ক ৪০১ এলবি-এফটি @ ৩৬০০আরপিএম 
ট্রান্সমিশনের ধরণঅটোম্যাটিক 
জ্বালানির ধরণ পেট্রোল 
সর্বোচ্চ পাওয়ার ৩৮১ এইচপি @ ৫৬০০আরপিএম 
সিট সংখ্যা 
গাড়ির ধরণ এসইউভি
টয়োটা ল্যান্ড ক্রুইজার ২০২১

বাংলাদেশে টয়োটা ল্যান্ড ক্রুইজার ২০২১-এর দামঃ দেশের বাজারে টয়োটা ল্যান্ড ক্রুইজার ২০২১ পাওয়া যাবে ৭১,৮২,৮৪০ টাকায়।   

৭. রেঞ্জ রোভার ফিফটি এলডাব্লিউবি ২০২১

ল্যান্ড রোভার ইংল্যান্ডে প্রতিষ্ঠা পাওয়া একটি মাল্টিন্যাশনাল প্রতিষ্ঠান। তারা মূলত ৪x৪ এসইউভি তৈরি এবং বাজারজাত করে থাকে। রেঞ্জ রোভার তাদের একটি সুপরিচিত গাড়ির মডেল যা কিনা বিলাসবহুল গাড়ি হিসেবেও পৃথিবীখ্যাত। জেনে নিন রেঞ্জ রোভার সিরিজের একটি প্রিমিয়াম সিরিজ ফিফটি এলডাব্লিউবি সম্পর্কে- 

মাইলেজ৭.৮ কিমিঃ/লিটার 
ইঞ্জিন সক্ষমতা (সিসি)২৯৯৩
সর্বোচ্চ টর্ক ৪৬১ এলবি-এফটি @ ২৫০০আরপিএম
ট্রান্সমিশনের ধরণঅটোম্যাটিক 
জ্বালানির ধরণ গ্যাসোলিন
সর্বোচ্চ পাওয়ার ৫১৮ এইচপি @ ৬০০০আরপিএম 
সিট সংখ্যা 
গাড়ির ধরণ এসইউভি
রেঞ্জ রোভার ফিফটি এলডাব্লিউবি ২০২১

বাংলাদেশে রেঞ্জ রোভার ফিফটি এলডাব্লিউবি ২০২১-এর দামঃ দেশের বাজারে রেঞ্জ রোভার ফিফটি এলডাব্লিউবি ২০২১ পাওয়া যাবে ১,৩০,২০,০০০০ টাকায়।

৮. ভক্সওয়াগেন ট্যুয়ারেজ ভি৮ আর

১৯৩৭ সালে জার্মানিতে প্রতিষ্ঠিত হওয়া ভক্সওয়াগেন অটোমোবাইল সম্পর্কে জানেন না এমন মানুষ খুব কমই আছেন। ভক্সওয়াগেন মূলত এসইউভি, ভ্যান, কনভার্টবেলস, এবং ক্যুপস বানিয়ে থাকেন। দেখেনিন ভক্সওয়াগেনের একটি দামি গাড়ি ভক্সওয়াগেন ট্যুয়ারেজ ভি৮ আর সম্পর্কে কিছু তথ্য- 

মাইলেজ১৩ কিমিঃ/লিটার 
ইঞ্জিন সক্ষমতা (সিসি)৪১৩৪
সর্বোচ্চ টর্ক ২৬৬ এলবি-এফটি@ ২৫০০ আরপিএম 
ট্রান্সমিশনের ধরণঅটোম্যাটিক 
জ্বালানির ধরণ গ্যাসোলিন
সর্বোচ্চ পাওয়ার ৩৬০ পিএস@ ৬২০০ আরপিএম
সিট সংখ্যা 
গাড়ির ধরণ এসইউভি
ভক্সওয়াগেন ট্যুয়ারেজ ভি৮ আর

বাংলাদেশে ভক্সওয়াগেন ট্যুয়ারেজ ভি৮ আর১-এর দামঃ দেশের বাজারে ভক্সওয়াগেন ট্যুয়ারেজ ভি৮ আর পাওয়া যাবে ৭৩,৭৪,৩৬০ টাকায়।

৯.জাগুয়ার এক্সজেএল পোর্টফোলিও ২০১৯ 

জাগুয়ার ইউকেতে ১৯২২ সালে প্রতিষ্ঠিত হওয়া একটি প্রিমিয়াম অটোমোবাইল প্রতিষ্ঠান। তাদের বানানো গাড়িগুলোর মধ্যে রয়েছে ক্যুপস, কনভার্টেবলস, স্যালুন, এবং সেডান। দেখে নিন বাংলাদেশের রাস্তায় দেখা যায় জাগুয়ারের এমন একটি সেডান কার জাগুয়ার এক্সজেএল পোর্টফোলিও ২০১৯ সম্পর্কে-

মাইলেজ৭.১৪ কিমিঃ/লিটার 
ইঞ্জিন সক্ষমতা (সিসি)৩৫০০
সর্বোচ্চ টর্ক ৩৩২ এলবি-এফটি @ ৪৫০০ আরপিএম 
ট্রান্সমিশনের ধরণ৮-স্পিড অটোম্যাটিক 
জ্বালানির ধরণ প্রিমিয়াম 
সর্বোচ্চ পাওয়ার ৩৪০ এইচপি @ ৬৫০০আরপিএম  
সিট সংখ্যা 
গাড়ির ধরণ সেডান 
জাগুয়ার এক্সজেএল পোর্টফোলিও ২০১৯

বাংলাদেশে জাগুয়ার এক্সজেএল পোর্টফোলিও ২০১৯-এর দামঃ দেশের বাজারে জাগুয়ার এক্সজেএল পোর্টফোলিও ২০১৯ পাওয়া যাবে ৭৩,৪১,৬০০ টাকায়।

১০. পোর্শে ৭১৮ বক্সটার জিটিএস ৪.০ ২০২০

১৯৩১ সালে জার্মানিতে প্রতিষ্ঠা পাওয়া পোর্শের ব্যাপারে সবাই কমবেশি জানেন। পোর্শে মূলত যে ধরণের গাড়ি ডিজাইন করে থাকে সেগুলোর মধ্যে রয়েছে সেডান, কনভার্টিবেলস, এবং এসিউভি। দেখেনিন পোর্শের নতুন একটি মডেল পোর্শে ৭১৮ বক্সটার জিটিএস ৪.০ ২০২০ সম্পর্কে বেশ কিছু তথ্যঃ 

মাইলেজ৬ কিমিঃ/লিটার 
ইঞ্জিন সক্ষমতা (সিসি)৩৯৯৫
সর্বোচ্চ টর্ক ৪২০ এনএম @ ৫০০০-৬৫০০ আরপিএম 
ট্রান্সমিশনের ধরণঅটোম্যাটিক/গ্যাসোলিন 
জ্বালানির ধরণ Gasoline
সর্বোচ্চ পাওয়ার ৪০০ পিএস @ ৭০০০ আরপিএম 
সিট সংখ্যা 
গাড়ির ধরণ ক্যুপ
পোর্শে ৭১৮ বক্সটার জিটিএস ৪.০ ২০২০

বাংলাদেশে পোর্শে ৭১৮ বক্সটার জিটিএস ৪.০ ২০২০-এর দামঃ দেশের বাজারে পোর্শে ৭১৮ বক্সটার জিটিএস ৪.০ ২০২০ পাওয়া যাবে ১,৩০,২০,০০০ টাকায়। 

একনজরে বাংলাদেশে সেরা ১০ টি বিলাসবহুল গাড়ির মূল্য

গাড়ির মডেল মূল্য (টাকায়) 
বিএমডব্লিউ ৭ সিরিজ ৭৪৫এলই ১,০২,৭৩,২০০ টাকা 
ভলভো এস৯০ হাইব্রিড টি৮ ২০২১৫০,৪৫,০৪০ টাকা
অডি এ৮ হাইব্রিড ২০২১৮,০৫৫,৬০০ টাকা
মার্সিডিজ এএমজি জিটি সি ২০২১১,২৮,৯৪,০০০ টাকা
ল্যাম্বরগিনি হুরাকান ইভো ২০২১১,৭৫,১৯,৮৮০ টাকা
টয়োটা ল্যান্ড ক্রুইজার ২০২১৭১,৮২,৮৪০ টাকা
রেঞ্জ রোভার ফিফটি এলডাব্লিউবি ২০২১১,৩০,২০,০০০ টাকা
ভক্সওয়াগেন ট্যুয়ারেজ ভি৮ আর৭৩,৭৪,৩৬০ টাকা
জাগুয়ার এক্সজেএল পোর্টফোলিও ২০১৯৭৩,৪১,৬০০ টাকা
পোর্শে ৭১৮ বক্সটার জিটিএস ৪.০ ২০২০৭৭,৮২,৬০০ টাকা

শেষকথা 

দেশের বাজারে গত দুই দশকে দামি গাড়ির আমদানি এবং ব্যবহার দুই-ই অবিশ্বাস্য গতি পেয়েছে এমনকি সরকার-ও ভাবছে গাড়ি আমদানিতে শুল্ক কমানোর কথা। 

বাংলাদেশের অটোমোবাইল শিল্প দামি গাড়ির ব্যাপারে বরাবরই আমদানি  নির্ভর এবং দেশের মানুষের আর্থিক উন্নয়নের সাথে সাথে দামি গাড়ির বাজারেও তার প্রভাব বেশ লক্ষণীয়। 

সর্বোপরি যারা বাংলাদেশে বিলাসবহুল গাড়ি এবং তাদের দাম সম্পর্কে খোঁজখবর রাখেন তারা আমাদের আজকের লেখায় বেশ কিছু তথ্য খুঁজে পাবেন বলে আমাদের বিশ্বাস।  

Facebook Comments
সাবস্ক্রাইব করুন

No spam guarantee.

Show More

Related Articles

Back to top button
Close
Close