ভক্তরা যা চান তাই চ্যারিটিতে দিবেন অনন্ত জলিল

চলচ্চিত্র তারকা এবং সফল ব্যবসায়ী অনন্ত জলিল #DeemParbeNa শীর্ষক চ্যারিটি ক্যাম্পেইনে যোগ দিয়েছেন।
নিজের পছন্দ অনুযায়ী ব্যক্তিগত সামগ্রী চ্যারিটিতে দেওয়ার পরিবর্তে ভক্তদের কাছেই অনন্ত জানতে চেয়েছেন তারা কি চান। তিনি ভক্তদের চাহিদা অনুযায়ী তার ব্যক্তিগত সামগ্রী “বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেটপ্লেস” বিক্রয় ডট কম’এ বিক্রির জন্য পোস্ট করবেন।
ভক্তরা competition@bikroy.com এই ঠিকানায় তাদের চাহিদা অনুযায়ী সামগ্রীর জন্য অনন্তকে অনুরোধ পাঠাতে পারেন। অথবা বিক্রয় ডট কম’এর ফেসবুক ফ্যানপেজে সরাসরি লিখতে পারেন। অনন্ত তা তাৎক্ষনিকভাবে সবগুলো অনুরোধ থেকে সিদ্ধান্ত নিবেন কোন সামগ্রী থেকে চ্যারিটির জন্য সবচেয়ে বেশি অর্থ সংগ্রহ হবে। বিক্রয় করা সেই সামগ্রী থেকে প্রাপ্ত অর্থ জাগো ফাউন্ডেশনে দান করা হবে।
“আমরা খুবই আনন্দিত যে অনন্ত জলিল #DeemParbeNa ক্যাম্পেইনে সম্পৃক্ত হয়েছেন। এই ঈদে সুবধাবঞ্চিত শিশুদের সাহায্যার্থে অনন্ত এবং অন্যান্য তারকাদের উদারতার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি তাদের সাথে আমাদের গ্রাহকরাও এই ক্যাম্পেইনে এগিয়ে আসবেন।” বলেন বিক্রয় ডট কম’এর মার্কেটিং বিভাগের পরিচালক মিশা আলী।
এই অ্যাকাউন্টের মাধ্যমে উৎসাহীরা টাকা পাঠাতে পারবেন—
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড–
অ্যাকাউন্টের নাম: জাগো ফাউন্ডেশন;
অ্যাকাউন্ট নম্বর: ০০৮৪-১১১-০০০০৬৭১৯।
রেফারেন্স: #DeemParbeNa
অথবা—
বিকাশ নম্বর (র্মাচেন্ট): ০১৭-৫৫৫৫-৭২৪৮;
রেফারেন্স: #DeemParbeNa।