টপ ও বেস্টমোবাইল

২০২২ সালে কিনুন বাংলাদেশের ৫টি সেরা ফিচার মোবাইল

এককালে মার্কেটের সবচেয়ে জনপ্রিয় মোবাইল ফোনের তালিকায় শীর্ষে ছিল ফিচার মোবাইল। বৈচিত্রময় আকৃতি, সাইজ ও কালার অপশন নিয়ে আসা ফিচার মোবাইলগুলো ছিলো সেই সময়ে মোবাইল প্রযুক্তির সর্বশ্রেষ্ঠ রূপ। ছিলো অদম্য, অবিনাশী নোকিয়া মোবাইল থেকে শুরু করে বিভিন্ন ব্র্যান্ডের সুন্দর, স্টাইলিশ ফ্লিপ মোবাইল। সবার হাতে তখন একটি করে আকর্ষণীয় মুঠোফোন শোভা পেত।

তখনকার যুগে স্মার্টফোন ছিলো রূপকথার গল্পের কোনো এক আশ্চর্য প্রদীপের মত। তবুও মাত্র ১০ বছরের মধ্যে সবকিছু স্বপ্নের মত বদলে গেলো। এখন সবার হাতে হাতে ঘুরছে সর্বোচ্চ প্রযুক্তির স্মার্টফোন; আর ফিচার মোবাইলগুলো মনে হয় কোথায় যেন হারিয়ে গেছে। হারায়নি – বরং এখনও দেশে বিদেশে অনেকেই নাজুক স্মার্টফোনের পাশাপাশি নির্ভরযোগ্য ফিচার মোবাইল ব্যবহার করে শান্তি পান!

আপনি যদি হাতের মুঠোয় ফিচার মোবাইলের অনুভব, ব্যবহারের স্বাচ্ছন্দ্য, এগুলো মিস করে থাকেন; অথবা শুধুই সোনালী দিনের কথা চিন্তা করে স্মৃতিকাতর হন, তাহলে আমাদের আজকের প্রতিবেদনটি আপনার জন্যই! আজ আমাদের আলোচনায় থাকছে নানা ডিজাইনের ৫টি ভিন্ন ফিচার মোবাইলের তালিকা, যেগুলো এই মুহূর্তে মার্কেটে পাওয়া যাচ্ছে। আশা করি, এখান থেকে আপনারা সেরা দামে বাংলাদেশে ফিচার মোবাইলের দাম জানতে ও খুঁজতে পারবেন।

বাংলাদেশের ৫টি সেরা ফিচার মোবাইলের দাম

সিম্ফনি এল৩৩

সিম্ফনি এল৩৩
সিম্ফনি এল৩৩

আমাদের দেশে অল্প দামের মোবাইল মোবাইলের মার্কেটে সিম্ফনি বেশ জনপ্রিয় একটি ব্র্যান্ড। এই মোবাইলগুলো বেশ নির্ভরযোগ্য এবং সাধ্যমতো দামে দারুণ সব ফিচার অফার করে।

সিম্ফনি এল৩৩ মোবাইলটি তুলনামূলক নতুন এক মডেল, যা বাজারে এসেছে ২০২১ সালের নভেম্বরে। বর্তমানে এই মোবাইলগুলো আকর্ষণীয় ডিজাইন ও দু’টি ভিন্ন কালার অপশনে পাওয়া যাচ্ছে।

সিম্ফনি এল৩৩ মোবাইলটির বর্তমান দাম বাংলাদেশে ১,৩৫০ টাকা মাত্র।

সিম্ফনি এল৩৩ মোবাইলটির যত ফিচার
নেটওয়ার্কসিম স্লটডুয়াল রেগুলার সিম
কানেকশন২জি
ডিসপ্লেসাইজ২.৪ ইঞ্চি
রেজ্যুলেশনকিউভিজিএ (২৪০*৩২০)
মেইন ক্যামেরাপেছনে০.০৮ মেগাপিক্সেল
জুম৮ x
রেকর্ডিংআছে
ভিডিও ফরম্যাট৩জিপি/ এমপি৪
অডিও ফরম্যাটএএমআর/ ডব্লিউএভি/ এমপি৩
ব্যাটারিক্যাপাসিটি১৭০০ এমএএইচ লিথিয়াম-আয়ন
টক টাইম১০ ঘন্টা (নেটওয়ার্ক ও ফোনের সেটিংসের উপর নির্ভরশীল)
স্ট্যান্ডবাই টাইম৩৮০ ঘন্টা (নেটওয়ার্ক ও ফোনের সেটিংসের উপর নির্ভরশীল)
বডিসাইজ১২৬ x ৫৩ x ১৩.৯ মিলিমিটার
কালার অপশননীল-কালো, কালো-লাল, সাদা-লাল
সিম্ফনি এল৩৩ ফিচার

এনার্জাইজার ই২৮২এসসি

এনার্জাইজার ই২৮২এসসি
এনার্জাইজার ই২৮২এসসি

এনার্জাইজার ব্র্যান্ডকে আমরা মূলত তাদের দীর্ঘস্থায়ী ব্যাটারির জন্য চিনি। কিন্তু সাধারণ জনগণের জন্য তারা বেশ কিছু মানসম্মত মোবাইল ফোনও মার্কেটে নিয়ে এসেছে। এগুলোর মধ্যেই একটা মডেল হচ্ছে এনার্জাইজার ই২৮২এসসি। ২০২১ সালের ডিসেম্বরে রিলিজ পাওয়া, দুই রঙা এই ফ্লিপ মোবাইলটিতে রয়েছে ৪জি নেটওয়ার্ক সাপোর্ট।

এনার্জাইজার ই২৮২এসসি মোবাইলটির বর্তমান দাম বাংলাদেশে ৮,০০০ টাকা মাত্র।

এনার্জাইজার ই২৮২এসসি মোবাইলটির যত ফিচার
নেটওয়ার্কসিম স্লটডুয়াল সিম (মাইক্রো সিম, ডুয়াল স্ট্যান্ডবাই)
কানেকশনজিএসএম/ এইচএসপিএ/ এলটিই প্রযুক্তি২জি ব্যান্ডঃ জিএসএম ৮৫০/ ৯০০/ ১৮০০/ ১৯০০৩জি ব্যান্ডঃ এইচএসডিপিএ ৮৫০/ ৯০০ / ২১০০৪জি ব্যান্ডঃ ১, ৩, ৭, ৮, ২০, ২৮, ৩৮, ৪০, ৪১স্পিডঃ এইচএসপিএ
ডিসপ্লেসাইজটিএফটি এলসিডি২.৮ ইঞ্চি, ২৪.৩ বর্গ সেন্টিমিটার
রেজ্যুলেশন২৪০ x ৩২০ পিক্সেল, ৪ঃ৩ রেশিও (~১৩ পিপিআই ডেনসিটি)
মেইন ক্যামেরাপেছনে২ মেগাপিক্সেল
রেকর্ডিংনেই
ব্যাটারিক্যাপাসিটিলিথিয়াম আয়ন ১৪০০ এমএএইচ, রিমুভাবল
বডিসাইজ১০৮.৫ x ৫৮ x ১৮.৫ মিলিমিটার (৪.২৭ x ২.২৮ x ০.৭৩ ইঞ্চি)১০১ গ্রাম (৩.৫৬ আউন্স)
কালার অপশনকালো, সিলভার/ডায়মন্ড, গোল্ড/ডায়মন্ড, গোলাপী/ডায়মন্ড
এনার্জাইজার ই২৮২এসসি ফিচার

আইটেল ম্যাজিক ৩

আইটেল ম্যাজিক ৩
আইটেল ম্যাজিক ৩

আইটেল চীনে প্রতিষ্ঠিত একটি মোবাইল কোম্পানি, যারা বাছাই করা অল্প কিছু দেশে তাদের মোবাইল ফোনগুলো দারুণ সাশ্রয়ী দামে বিক্রি করে থাকে। এগুলোর মধ্যে অন্যতম একটি মডেল হচ্ছে আইটেল ম্যাজিক ৩। অসাধারণ কমপ্যাক্ট ডিজাইনের এই ফিচার মোবাইলটি লঞ্চ করা হয় ২০২২ সালের জানুয়ারি মাসে। এই মডেলটার একটা বিশেষ ফিচার হচ্ছে ‘কিং ভয়েস’ – একটি উদ্ভাবনী ‘টেক্সট-টু-স্পিচ’ ফিচার, যা শুধুমাত্র বিভিন্ন আইটেল ডিভাইসে পাওয়া যাচ্ছে।

আইটেল ম্যাজিক ৩ মোবাইলটির বর্তমান দাম বাংলাদেশে ২,১৯০ টাকা মাত্র।

আইটেল ম্যাজিক ৩ মোবাইলটির যত ফিচার
নেটওয়ার্কসিম স্লটডুয়াল মাইক্রো সিম
কানেকশন২জি জিএসএমঃ ৯০০/১৮০০
ডিসপ্লেসাইজ৭.১ সেন্টিমিটার (২.৮ ইঞ্চি) কিউভিজিএ বিগ স্ক্রিন
রেজ্যুলেশন২৪০ x ৩২০ পিক্সেল
মেইন ক্যামেরাপেছনে১.৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ফ্ল্যাশসহ
ফিচারজুম ৮x, হোয়াইট ব্যালেন্স, ব্রাইটনেস, কন্ট্রাস্ট, এক্সপোজার
রেকর্ডিং৩২০পি @১৫এফপিএস
ব্যাটারিক্যাপাসিটি১৯০০ এমএএইচ
বডিবিবরণসামনে গ্লাস, পেছনে প্লাস্টিক, প্লাস্টিক ফ্রেম, ৯.৫ মিলিমিটার সুপার স্লিম
কালার অপশনগ্রেডিয়েন্ট নীল || ধূসর
আইটেল ম্যাজিক ৩ ফিচার

ওয়ালটন অলভিও এল২৮এস

ওয়ালটন অলভিও এল২৮এস
ওয়ালটন অলভিও এল২৮এস

বাংলাদেশের এক অন্যতম সেরা লোকাল ব্র্যান্ডের নাম হচ্ছে ওয়ালটন। একটি ঘরকে স্মার্ট হোম বানাতে যতরকম ইলেকট্রনিক্স পণ্যের প্রয়োজন, তার প্রায় সবকিছুই ওয়ালটন তৈরি করছে আমাদের দেশেই। অল্প বাজেটের দামের রেঞ্জে তারা দারুণ সব ব্যবহার-উপযোগী ফিচার মোবাইল মার্কেটে নিয়ে এসেছে। আকর্ষণীয় ও উজ্জ্বল বেশ কিছু কালার অপশন নিয়ে ওয়ালটনের অলভিও এল২৮এস মোবাইলটি ২০২২ সালের এপ্রিলে লঞ্চ করা হয়।

ওয়ালটন অলভিও এল২৮এস মোবাইলটির বর্তমান দাম বাংলাদেশে ১,৩০০ টাকা মাত্র।

ওয়ালটন অলভিও এল২৮এস মোবাইলটির যত ফিচার
নেটওয়ার্কসিম স্লটডুয়াল সিম স্ট্যান্ডবাই
কানেকশন২জি, ৯০০/ ১৮০০ মেগাহার্জ
ডিসপ্লেসাইজ১.৭৭ ইঞ্চি কিউভিজিএ ডিসপ্লে
রেজ্যুলেশন১২০ x ১৬০ পিক্সেল
মেইন ক্যামেরাপেছনেডিজিটাল ক্যামেরা
ব্যাটারিক্যাপাসিটি১০০০ এমএএইচ রিমুভাবল লিথিয়াম আয়ন
বডিসাইজ১১৪ x ৪৯ x ১৩.৩ মিলিমিটার
কালার অপশনসাদা, বেগুনি, গাঢ় নীল, নীল ও মিন্ট
ওয়ালটন অলভিও এল২৮এস ফিচার

শীঘ্রই আসছেঃ নকিয়া ২৭৬০ ফ্লিপ

নকিয়া ২৭৬০ ফ্লিপ
নকিয়া ২৭৬০ ফ্লিপ

ফিচার মোবাইলের দুনিয়ায় সব সময়ই রাজত্ব করে এসেছে নকিয়া। প্রযুক্তির দুনিয়ায় বিশাল রকমের উন্নয়ন, আর মার্কেটে স্মার্টফোনের জয়জয়কার হওয়া সত্ত্বেও, নকিয়া আজও তাদের বিশ্বস্ত ব্যবহারকারীদের জন্য একের পর এক অসাধারণ ফিচার মোবাইল মার্কেটে নিয়ে আসছে। এই বছরেই নকিয়া তাদের ‘নকিয়া ২৭৬০ ফ্লিপ’ মোবাইলটি নতুন রূপে পুনরায় লঞ্চ করতে যাচ্ছে। মোবাইলটিতে আমরা দেখতে পাবো একটি সম্পূর্ণ নতুন আউটলুক এবং আধুনিক বিভিন্ন ফিচার। নকিয়া ২৭৬০ ফ্লিপ আমাদের সবার প্রিয় ফিচার ফ্লিপ মোবাইলের রাজ্যে একটি দারুণ সংযোজন; যা নতুন প্রযুক্তির হাত ধরে আমাদের আবারো ফিরিয়ে নিয়ে যাবে সেই মুঠোফোনের সময়টায়!

নকিয়া ২৭৬০ ফ্লিপ মোবাইলটির নতুন ভার্সন এই বছরের জুন মাসে লঞ্চ হবে আশা করা যাচ্ছে। মোবাইলটির দাম অনুমান করা হচ্ছে বাংলাদেশে ৬,২৫০ টাকা মাত্র।

নকিয়া ২৭৬০ ফ্লিপ মোবাইলটির যত ফিচার
নেটওয়ার্কসিম স্লটসিঙ্গেল সিম
কানেকশন৪জি সাপোর্ট
ডিসপ্লেসাইজসাইজঃ ২.৮ ইঞ্চিসেকেন্ডারি ডিসপ্লেঃ ১.৭৭ ইঞ্চি, ১৬০ x ১২৮ কিউকিউভিজিএ
রেজ্যুলেশন৩২০ x ২৪০ কিউভিজিএ
মেইন ক্যামেরাপেছনে৫ মেগাপিক্সেল এফএফ
ফিচাররিয়ার ফ্ল্যাশ এলইডি
ব্যাটারিক্যাপাসিটি১৪৫০ এমএএইচ, রিমুভাবল
বডিবিবরণউচ্চতা (বন্ধ)- ১৯.৫ মিলিমিটারউচ্চতা (খোলা)- ১১.৪৭ মিলিমিটারদৈর্ঘ্য (বন্ধ)- ১১০.২ মিলিমিটারদৈর্ঘ্য (খোলা)- ২০২.১ মিলিমিটারপ্রস্থ (বন্ধ)- ৫৮ মিলিমিটারপ্রস্থ (খোলা)- ৫৮ মিলিমিটার
কালার অপশনকালো
নকিয়া ২৭৬০ ফ্লিপ ফিচার

উপসংহার

প্রতিদিন স্বাচ্ছন্দ্যে ও নিশ্চিন্তে ব্যবহারের জন্য আজও ফিচার মোবাইলগুলোই মার্কেটের সবচেয়ে সেরা পছন্দ। এগুলো সাশ্রয়ী, কর্মদক্ষ, এবং আপনাকে সারাদিনের কাজের মাঝে অহেতুক সোশ্যাল মিডিয়া  অ্যাকাউন্টে স্ক্রল করার নেশা থেকে দূরে রাখবে। ফলে আপনার কাজে মনোযোগ বাড়বে।

আপনি যদি মার্কেটের সবচেয়ে ভালো ও সাশ্রয়ী ফিচার মোবাইল খুঁজে থাকেন, তাহলে আমরা পরামর্শ দেবো, আমাদের তালিকায় থাকা সবচেয়ে সাশ্রয়ী ওয়ালটন এল২৮এস মোবাইলটি কিনুন। এই মোবাইলটি যেমন সাশ্রয়ী ও মানসম্মত, তেমনই এটা কেনার মাধ্যমে দেশি কোম্পানিকে আমরা আরো এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারবো।
সেরা ব্র্যান্ডের সব ধরণের মোবাইল ফোন, অ্যাক্সেসরিজ ও অন্যান্য মোবাইল সার্ভিস খুঁজে পেতে আজই ভিজিট করুন Bikroy.com

বিক্রির জন্য ফিচার ফোন in Dhakaবিক্রির জন্য ফিচার ফোন in Chattogram
বিক্রির জন্য ফিচার ফোন in Dhaka Divisionবিক্রির জন্য ফিচার ফোন in Khulna Division
বিক্রির জন্য ফিচার ফোন in Sylhetবিক্রির জন্য ফিচার ফোন in Chattogram Division
Facebook Comments
সাবস্ক্রাইব করুন

No spam guarantee.

Show More

Related Articles

Back to top button
Close
Close