Bikroy আপডেট

Bikroy-এর বিজ্ঞাপনের ভিউ কাউন্ট এখন সকল গ্রাহকদের জন্য উন্মুক্ত

Bikroy নিয়ে এলো তার প্ল্যাটফর্মের জন্য আরো একটি নতুন ফিচার যা Bikroy এর প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের জন্য উল্লেখযোগ্য অভিজ্ঞতা প্রদান করবে। Bikroy তার প্ল্যাটফর্মের ক্রমাগত উন্নতির লক্ষ্যে নিয়ে এসেছে সকল লাইভ বিজ্ঞাপনের জন্য ‘Ad View Count’ ফিচার। এখন সকল ব্যবহারকারীরা দেখতে পাবেন সকল লাইভ বিজ্ঞাপনের কত ভিউ হচ্ছে।


আগে এই সুবিধাটি শুধুমাত্র মেম্বার এবং পেইড অ্যাড এর জন্য উপলব্ধ ছিল। কিন্তু নতুন আপডেটের ফলে এখন সকল ব্যবহারকারীরাই এই সুবিধাটি পেয়ে থাকবেন। এতে করে ব্যবহারকারীরা খুব সহজেই যে কোন অ্যাড দেয়ার আগে, কোন অ্যাড-এ কেমন ভিউ হচ্ছে তা দেখে তাদের অ্যাড টি ভালো মতন পোস্ট করতে পারবেন। উদাহরণস্বরূপ, কোন প্রোডাক্ট এর ছবি, বিবরণ কেমন হলে ভিউ বেশি হয়, কোন ধরণের প্রোডাক্ট কিনতে ক্রেতারা বেশি আগ্রহী থাকে ইত্যাদি সম্পর্কে ধারণা পেয়ে যাবেন এবং এরপর নিজেদের বিজ্ঞাপনটি পোস্ট করার সময় সে সকল বিষয়গুলো খেয়াল রাখবেন। 

Bikroy সব সময় তার ব্যবহারকারীদের জন্য নতুন নতুন ফিচার নিয়ে আসার প্রচেষ্টায় থাকে। এরই প্রেক্ষিতে Bikroy ‘Ad View Count’ ফিচারটি সকল ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করে দিয়েছে।

‘Ad View Count’ ফিচারটির উপকারিতা: 

ক্রেতাদের জন্য: কোন পণ্যের কেমন চাহিদা তা বিবেচনা করতে সাহায্য করবে। উচ্চ-চাহিদা সম্পন্ন পণ্য এবং নির্ভরযোগ্য বিক্রেতাদের সনাক্ত করতে সাহায্য করে থাকবে।

বিক্রেতাদের জন্য: বিজ্ঞাপনের পারফরম্যান্স কেমন হচ্ছে তা বুঝতে সাহায্য করবে। কিভাবে আরো ভালো ফলাফল পাওয়া যাবে বিজ্ঞাপন থেকে তা বিশ্লেষণ করতে সহযোগিতা করবে।


Bikroy সবসময় আপনার জন্য তার প্ল্যাটফর্মটিকে আরও সহজ এবং উপকারী করে তুলতে প্রচেষ্ট থাকে! তাই এই নতুন ফিচারটি ব্যবহার করুন এবং ক্রয় এবং বিক্রয় অভিজ্ঞতাকে সফল করে তুলুন। আজই এই ফিচারটি ব্যবহার থেকে ব্যবসায়ে উল্লেখযোগ্য ফলাফল পেতে সঙ্গে থাকুন Bikroy– এর।

Facebook Comments
সাবস্ক্রাইব করুন

No spam guarantee.

Show More

Related Articles

Back to top button
Close
Close